আমাদের কথা খুঁজে নিন

   

আউটসোর্সিং ২ : কাজ শিখবেন যেভাবে



গত বছরে আমিনুর ভাইয়ের একটা বই কিনি নাম “আউটসোর্সিং : শুরুটা যেভাবে এবং শুরু করার পর” বইটা পড়ে আমি ভালোভাবে বুঝি যে আসলে আউটসোর্সিং কিভাবে করতে হবে, কোথায় করতে হবে। ঐ বইতে সবচেয়ে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ওডেস্কে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে প্রোফাইল 100% করতে হবে, কিভাবে কাজ পেতে হবে, কিভাবে টেস্ট দিতে হবে, কিভাবে জবে বিড করতে হবে, কিভাবে পেমেন্ট পেতে হবে, কিভাবে কোম্পানি দিতে হবে মানে অ্যাকাউন্ট সম্পর্কে যাবতীয় কিছু দেওয়া ছিলো। বইটাতে সবকিছু এতো সহজ আর সাবলীলভাবে দেওয়া ছিলো যে যেকেউ পড়ে কাজ শুরু করতে পারবে। গত বছর বইটা প্রচুর বিক্রি হয়েছিলো।


এই বছর আমিনুর ভাই আর একটা বই লিখেছেন বইটার নাম “আউটসোর্সিং ২ : কাজ শিখবেন যেভাবে” বইটা ১লা ফেব্রুয়ারী থেকে ঢাকায় ২১শে বইমেলায় তাম্রলিপি প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।

দাম: 174 টাকা। বই মেলা চলাকালীণ বইয়ের দাম হবে 150টাকা।


এবারের বইটিতে আছে:

ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন কীভাবে?
গ্রাফিক্স ডিজাইন শিখবেন কীভাবে?
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখবেন কীভাবে?
সোস্যাল মিডিয়া মার্কেটিং শিখবেন কীভাবে?
অ্যাফেলিয়েট মার্কেটিং শিখবেন কীভাবে?
ইমেইল মার্কেটিং শিখবেন কীভাবে?
আর্টিকেল রাইটিং শুরু করবেন কীভাবে?
ডেটা এন্ট্রি শিখবেন কীভাবে?
গুগল এ্যাডসেন্স শিখবেন কীভাবে?
গুগল এ্যাডসেন্স থেকে মাসে হাজার ডলার আয় করা যায় কীভাবে?
সফল ফ্রিল্যন্সার হওয়া যায় কীভাবে?
ছাত্রছাত্রীদের জন্য আউটসোর্সিংয়ের প্রয়োজনীয়তা কতটুকু?
এছাড়াও বইটিতে রয়েছে একজন সফল উদ্যেক্তার সাক্ষাৎকার এবং কয়েকজন ফ্রিল্যান্সারের সফলতার গল্প।

আমিনুর ভাইয়ের বইটাতে অনেকের লেখা আছে তার মধ্যে আছে Designer হাসান যোবায়ের ভাইয়ের একটা লেখা আছে আর সাথে আমার একটা লেখা আছে।

যারা ঢাকায় আছেন তারা ১লা ফেব্রুয়ারী থেকে বই মেলায় পাবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা অনলাইনে অর্ডার করতে পারবেন।

“আউটসোর্সিং ২ : কাজ শিখবেন যেভাবে” এই বইটা কিনতে এখানে যান । আর গত বছরের বইটা কিনতে চাইলে http://www.rokomari.com/book/61910' target='_blank' >এখানে যান । বইটির ফেইসবুক ফ্যান পেইজ https://www.facebook.com/outsourcing2

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.