আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবানে বন্যহাতির তাণ্ডবে নিহত ২

বান্দরবানে বন্যহাতির তাণ্ডবে মো. সজিব (৭) ও দেলোয়ারা বেগম (৪৫) নামে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার ভোরে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকায় এ ঘটনা ঘটে।

সুয়ালক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. ইসমাইল জানান, ভোরে বন্যহাতির একটি পাল ভাগ্যকুল এলাকার জোহরা বেগমের ঘরে আক্রমণ চালায়। এসময় ঘরের অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও হাতির পায়ে দলিত হয়ে জোহরার ছেলে সজিব মারা যায়।

এরপর হাতির পালটি পাশের লুনছড়া এলাকায়ও তাণ্ডব চালায়। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান দেলোয়ারা বেগম। ওই এলাকার বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও জমির ফসল নষ্ট করে বন্যহাতির পালটি।

সকালে স্থানীয়রা খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, বন্যহাতির একটি পাল বেশ কিছুদিন ধরে প্রায়ই মধ্যরাতে লোকালয়ে হানা দিচ্ছে। বিশেষ করে নির্জন এলাকার বসতিতে বন্যহাতির পাল প্রতিনিয়ত তাণ্ডব চালাচ্ছে। রাতে লাঠিসোটা ও আগুন জ্বালিয়ে হাতির তাণ্ডব থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।