আমাদের কথা খুঁজে নিন

   

ইন্ডিয়ার কিছু শয়তান আমাদের কিচ্ছু করতে পারবেনা।কিচ্ছু না ।

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি

২০২৪ সাল।
রাস্তায় নেমে এসেছে ইন্ডিয়ার শত শত মানুষ। তাদের একটাই দাবি,’’ইন্ডিয়া টেস্ট খেলবেই । ’’

তার কয়েক মাস আগে। গোপনে চুক্তি করছে শ্রীলঙ্কা,সাউথ আফ্রিকা আর নিউ জিল্যান্ড দল ।

তারা ইন্ডিয়া অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের টেষ্ট স্ট্যাটাস বাতিল করার প্ল্যান করছে। আসলেই তো , র‍্যাঙ্কিং এর আট (ইংল্যান্ড), নয়(অস্ট্রেলিয়া), আর দশ(ইংল্যান্ড)নাম্বার দলের ক্রিকেট খেলার দরকারটাই বা কি??
তাদের নিজেদের মতামতের মিল হলেই তারা যাবে বাংলাদেশের কাছে,বিল পাশ করার জন্য । অবশেষে
কিভাবে কিভাবে জানি খবরটা প্রচার হয়ে গেল । ইন্ডিয়ার মানুষ নেমে এল পথে পথে। অবশ্য তারা আগেও পথেই ছিল(বাস্তুহারা) !
যাই হোক তার কয়েক দিন পরেই শ্রীলঙ্কা,সাউথ আফ্রিকা আর নিউ জিল্যান্ড দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির কাছে গিয়ে প্রস্তাব উত্থাপন করল ভয়ে ভয়ে ।

মনে বড় আশা বাংলাদেশ হয়ত সাড়া দিবে , ২০১৪ তে তাদেরকে অপমান করার প্রতিশোধ হিসেবে। কিন্তু না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মাথা নেড়ে বললেন,
‘কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায়,
তাই বলে কি কুকুরকে কামড় দেয়া,মানুষের শোভা পায়??’’
তারা আগামাথা কিছুই বুঝতে না পেরে জিজ্ঞেস করল কি?
সভাপতি ইংরেজিতে বললেন,আরে থাকুক না,খেলুক কটা ম্যাচ। ওরা তো কারো ক্ষতি করছে না। খেলুক খেলুক নিজেদের মত ।

হতাশ হয়ে তারা ফিরে গেল। অপরদিকে অকৃতজ্ঞ ইন্ডিয়া এইটাকে নিজেদের বিজয় মনে করে উৎসব শুরু করে দিল । তার কয়েক দিন পরেই আবার জিম্বাবুয়ের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে গেল!জিম্বাবুয়ে কিন্তু শক্তি শালী দল!

(কিছু স্বপ্ন নাহয় ষোল কোটি মানুষের মনের কোণে লুকিয়েই থাকুক। সকলের হৃদয় নিংড়ানো ভালবাসাটাও নাহয় গোপনই থেকে যাক ।
জয় হোক বাংলাদেশ ক্রিকেট এর।

হারো অথবা জিতো ,ষোল কোটি মানুষকে তোমাদের সাথেই পাবা। এখনো সারা দিনের ভিক্ষার টাকা দিয়ে মানুষ তোমাদের জার্সি কিনে তোমাদের ভালবাসে বলেই । না খেতে পাওয়া ক্ষুদার্থ মুখগুলো ও তোমাদেরকে মাঠে নামতে দেখলে......কই ওদেরকে তো আর ক্ষুধার্ত লাগে না!
কাজ কাম বাদ দিয়ে মানুষ তোমাদের খেলা দেখে তোমাদের ভালবাসে বলেই । এগারো জন তো কখনোই খেলে না আমাদের। ষোল কোটি মানুষ একসাথে মাঠে নামে।



‘আমার দেশে আমার মানুষ,থেমে যেতে আসেনি।
সূর্য যখন হাতের মুঠোয়, তোমরা কি তা দেখোনি??’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.