আমাদের কথা খুঁজে নিন

   

যৌন লিপ্সা এবং গাদ্দাফি

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

যৌন লিপ্সা এবং গাদ্দাফি

গাদ্দাফির যৌন জীবন নিয়ে আলাপ হচ্ছে। বেচারাকে খুব স্বাস্থ্যসচেতন হিসাবে তুলে ধরা হয়েছে। আবার বলা হয়েছে স্কুল-কলেজ থেকে মেয়ে বাছাই করা হতো, তার যৌন কাজের জন্য।

কিন্তু বিবিসি ফোরের এ ডকুমেন্টারিটি নিয়ে সংশয় থাকতে পারে, এটাকে আমি অব্যাহত গাদ্দাফি বিরোধী প্রচার স্রোতের নতুন হাওয়া বলে মনে করি। আবার নাকচও করছি না, কারণ আমাদের দেশের ক্ষমতাবানরা যেখানে নারীকে গণিমত মনে করেন, এমনকি তাদের কাছে কন্যাতুল্য মেয়েরাও নিরাপদ নন, সেখানে গাদ্দাফি ক্যাডা।

সাংঘর্ষিক কিছু বিষয় এখানে আছে, যেমন এইডসের মত কোনো রোগ আছে কিনা তা দেখা হতো। এত পরীক্ষা সেখানে হতো কখন, আর কখনই বা লোকটা রাষ্ট্রের চাক্কা ঘােরাতো, কখন তার মেশিন চালাতো ! এ গুলো সমন্বয় করা কঠিন। আমি আসলে খবরটা পড়ে বলছি, এটা।

আমার মনে হয়েছে-এটা ঠিক যেভাবে বলা হচ্ছে; ঠিক সেভাবে না।

তবে স্বৈরশাসকরা সব সময় যৌন লিপ্সু। এ নিয়ে দ্বিমত করি না। যৌনতা তাদের জীবনকে দীর্ঘ করে বলে তারা এক ধরণের মিথ তৈরি করে রেখেছে, নিজেদের আঙ্গনে। কিং ইদ্রিসকে সরিয়ে গাদ্দাফি লিবিয়ার ক্ষমতা নিয়েছেন।

নারীর শরীর যে তাকে টানে সেটি আমরা তার আচরণ থেকে বুঝতে পারি।

আসলে মিডিয়ার যে প্রচার সেটা এখন মূল্যহীন। কেবল যৌন সুড়সুড়ি দেয়া ছাড়া বিশেস কোনো গুরুত্ব না্ই। আর ধরেন, টাইমস অব ইনডিয়ার মত সংবাদ মাধ্যম আমাদের একটু রস দেয়ার জন্য কষের এ সময়ে খবরটা প্রচার করছে। ভালো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।