আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী পরশু শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলনের (বিশ্ব ইজতেমা) দ্বিতীয় পর্ব। এ উপলক্ষে ইজতেমা ময়দান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে জোরেশোরে।

পবিত্র হজ্বের পর এটাই বিশ্বের মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় মহাসম্মেলন। তাই বাংলাদেশিদের কাছে ইজতেমার গুরুত্ব অপরিসীম। ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি রবিবার দুপুরের যে কোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। দ্বিতীয় দফায় আগত ৩৩ জেলার মুসলি্লরা জেলাওয়ারি ৩৮ খিত্তায় অবস্থান নেবেন। আগামী বৃহস্পতিবার থেকে মুসলি্লরা ময়দানে প্রবেশ করতে শুরু করবেন। প্রতিবারের মতো এবারও ময়দানে আগত মুসলি্লদের উদ্দেশে মুরুবি্বরা উর্দু ভাষায় বয়ান করবেন এবং বিভিন্ন দেশ থেকে আসা মুসলমানদের সুবিধার্থে বয়ানের সঙ্গে সঙ্গে বাংলা, আরবি ভাষায় অনুবাদ করা হবে। তুরাগ নদের তীরবর্তী ১৬০ একর জমি বিস্তৃত ময়দানের উত্তর-পশ্চিমে বয়ানমঞ্চ এবং পশ্চিম প্রান্তে বিদেশি মেহমানদের থাকার ঘর। আগত মুসলি্লদের নদী পারাপারে সেনাবাহিনীর সদস্যরা ৮টি ভাসমান অস্থায়ী ব্রিজ স্থাপন করেছে।

ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুবি্ব প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া মুসলি্লদের জন্য ময়দান পরিষ্কার- পরিচ্ছন্ন করা হচ্ছে। প্রথম পর্বে যেসব দেশের বিদেশি মেহমান অংশগ্রহণ করতে পারেননি তারা দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন। এরই মধ্যে তারা বাংলাদেশের উদ্দেশে রওয়ানা করেছেন। ইনশাল্লাহ দ্বিতীয় পর্বও আমরা সফলভাবে পালন করতে পারব।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.