আমাদের কথা খুঁজে নিন

   

এনএসএ-র দাবার গুটি অ্যাংরি বার্ডস

নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদেন জানিয়েছে, অ্যাংরি বার্ডসে স্পাই বাগ স্থপনের ঘটনায় এনএসএ ছাড়াও জড়িত ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ‘গভর্নমেন্ট কমিউনিকাশান হেডকোয়ার্টার’ (জিসিএইচ)। তবে এই ঘটনা সম্পূর্ণ অজানা ছিল বলে দাবি করেছে অ্যাংরি বার্ডস নির্মাতা রোভিও।
ওই প্রতিবেদনরে পরিপ্রেক্ষিতে এনএসএ-র দাবি অ্যাংরি বার্ডসের স্পাই বাগটির মূল লক্ষ্য সাধারণ মার্কিন নাগরিকরা ছিলেন না, বরং বৈদেশিক গুপ্তচরবৃত্তির কাজ্যে ব্যবহৃত হয়েছে সেটি। ভুল করে কোনো মর্কিন নাগরিক ওই স্পাইবাগের লক্ষ্যবস্তুতে পরিণত হলেও তাদের গোপন তথ্যের নিরাপত্তা নিশ্চত করার জন্য আছে ‘প্রাইভেসি প্রটেকশন’। বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থার রাখার দাবিও করেছে গোয়েন্দা সংস্থাটি।
অন্যদিকে এ ঘটনাও রোভিওকেও ছেড়ে কথা বলছেন না সমালোচকরা।  অ্যাপ্ল্যায়ান্স সিকিউরিটি প্রতিষ্ঠান ভেরাকোডের ভাইস প্রেসিডেন্ট ক্রিস এং এ ঘটনায় দুষছেন অ্যাপ নির্মাতাদেরও। এংয়ের মতে অ্যাপ ডেলেপাররা চাইলেই আরও কড়াকড়ি আরোপ করে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।