আমাদের কথা খুঁজে নিন

   

শপথ নিয়েছেন শিরীন শারমিন চৌধুরী

দশম জাতীয় সংসদের স্পিকার নির্বাচনের আগে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন নবম সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কক্ষে নিজেই শপথ নেন তিনি। রংপুরের উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদ সদস্য হিসেবে শপথবাক্য পড়ে শপথনামায় সই করেন স্পিকার।

নিয়ম অনুযায়ী, আজ সন্ধ্যায় দশম সংসদের প্রথম অধিবেশনেই নতুন স্পিকার নির্বাচন হবে। আর সব কিছু ঠিক থাকলে নতুন স্পিকার হিসাবে শপথ নিতে পারেন শিরীন শারমিন। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।