আমাদের কথা খুঁজে নিন

   

তিন খানের তিন অবস্থা

জানুয়ারির শেষ সপ্তাহে বলিউডের তিন খানের অবস্তা তিন রকম। ধুম থ্রি-র মহাসাফল্যের পর আমির খান এখন ছুটিতে বিদেশ যাচ্ছেন। `হ্যাপি নিউ ইয়ার`-এর শ্যুটিং চলাকালীন চোট পাওয়া শাহরুখ খানের আবার শরীর বিশেষ ভাল নেই। আর 'জয় হো' হিট না ফ্লপ তা নিয়ে বেশ বিভ্রান্তিতে রয়েছেন সালমান খান। সব মিলিয়ে বলিউডের তিন খানের এখন তিন অবস্থা।

জেনে নেওয়া যাক তিন খানের হালচাল-

আমির খান : `ধুম থ্রি`-মহাসাফল্যের পর আমির খান এবার কয়েক সপ্তাহ ছুটিতে যাচ্ছেন। শোনা যাচ্ছে কয়েক দিনের মধ্যেই ছুটি কাটাতে তিনি ইউরোপে যাচ্ছেন। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট পিক সিনেমার শ্যুটিংয়ে ছুটি পেয়েছেন, সেই ছুটি কাজে লাগাতে মরিয়া। ছুটিতে নাকি আমির মোবাইল পর্যন্ত নিয়ে যাচ্ছেন না।

সালমান খান : `জয় হো` নিয়ে সালমান পুরো বিভ্রান্ত।

সিনেমা মুক্তির আগে তিনি বলেছিলেন, এই সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে চিন্তিত। `জয় হো` প্রথম দিনে বেশ ভালই ব্যবসা করে। এই সুপারস্টার তখন জানান, এই সিনেমা নাকি সাফল্যের সব রেকর্ড ভেঙে দিয়েছে। পরে জানা যায় প্রথম দিনের ব্যবসায়িক সাফল্যের বিচারে কোনও রেকর্ড ভাঙেনি জয় হো। সলমন তখন কিছুটা ঢোক গিলে ছিলেন।

পরে সল্লু বলেন, `জয় হো`বক্স অফিস নিয়ে তিনি দারুণ কিছু আশা করেননি। তবে ছবি মুক্তির চার দিন পর দেখা যায় বিদেশের বক্স অফিস মিলিয়ে একশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে `জয় হে`। তাহলে এবার!

শাহরুখ খান : `হ্যাপি নিউ ইয়ার` সিনেমার শ্যুটিংয়ে দুর্ঘটনার পর যেটা ভাবা গিয়েছিল তার চেয়ে অনেক বেশী চোট পেয়েছেন শাহরুখ খান। কিং খানের ঘাড়ে নাকি বেশ ব্যথা। তাকে ডাক্তাররা সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

মাঝে মাঝে নাকি চিনচিনে ব্যথায় শাহরুখ ঘাড়ে হাত দিচ্ছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।