আমাদের কথা খুঁজে নিন

   

বাস-নসিমন সংঘর্ষে ৩ কিশোরের মৃত্যু

বাঘারপাড়া উপজেলায় যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। আজ বুধবার দুপুরে যশোর-নড়াইল মহাসড়কের শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- নসিমন চালক বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মাজেদ সরদারের ছেলে রুবেল (১৫), নসিমন যাত্রী একই গ্রামের সিরাজউদ্দিনের ছেলে আব্দুল গফুর (১৭) ও মোনসের মোল্লার ছেলে হাবিবুর রহমান (১২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নসিমন চালক কিশোর রুবেল অপর দুই শিশুযাত্রী গফুর ও হাবিবুরকে নিয়ে নড়াইলের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে শ্রীরামপুরে পোঁছলে নড়াইল থেকে ছেড়ে আসা যশোরমুখী একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রুবেল ও হাবিবুরের মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল গফুরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে এবং দুর্ঘটনার শিকার বাসটি জব্দ করে থানায় নিয়ে গেছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস জানান, দুর্ঘটনায় নিহত তিনজনই নসিমনে ছিল। তবে বাসের কোনো যাত্রী হতাহত হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।