আমাদের কথা খুঁজে নিন

   

নিজামী-বাবর কনডেম সেলে

বৃহস্পতিবার দুপুরে রায় হওয়ার পর কারাগারে নিয়েই তাদের কনডেম সেলে রাখা হয় বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারারক্ষক ছগির মিয়া জানিয়েছেন।

এই মামলায় ১৪ জনের মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। তবে এর মধ্যে দুজন পলাতক।

আসামিদের মধ্যে আটজনের ডিভিশনও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তা ছগির।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারাবিধি অনুযায়ী সর্বোচ্চ সাজা হলে আসামিদের ডিভিশন বাতিল হয়।

“সে অনুসারে এ মামলায় আগে ডিভিশন পাওয়া আট আসামির ডিভিশন বাতিল করা হয়েছে। এরা এখন থেকে সাধারণ বন্দিদের মত সুযোগ সুবিধা পাবেন। তাদের কনডেম সেলে রাখা হয়েছে। ”

কনডেম সেলে যাওয়া অন্য বন্দিরা হলেন- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী, মো. আবদুর রহীম, এনএসআইয়ের সাবেক পরিচালক সাহাব উদ্দিন আহাম্মদ,  সাবেক উপপরিচালক লিয়াকত হোসেন, এনএসআইয়ের সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের তৎকালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, চোরাকারবারি হাফিজুর রহমান, চোরাকারবারি দীন মোহাম্মদ এবং চোরাকারবারিদের সহযোগী হাজি আবদুস সোবহান।

ফাঁসির দণ্ড পাওয়া অন্য দুই আসামি উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং সাবেক শিল্প সচিব নুরুল আমিন পলাতক রয়েছেন।

তাদের অনুপস্থিতিতে এই বিচার হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।