আমাদের কথা খুঁজে নিন

   

নখ-ই ক্যানভাস

আঁকিবুঁকির অভ্যাসটা অনেকের এমনই প্রবল যে কোনো খালি জায়গা দেখলেই যেন নকশায় ভরিয়ে তুলতে মন চায়। হাতের পাতায় মেহেদির নকশা, কপালে টিপের নানা ঢং তো দেখা যায়ই। নখের নকশা বা নেইল আর্টও এখন দারুণ জনপ্রিয়।
নিজের নখে তো বটেই বন্ধু বা পরিচিতজনদের নখে নকশা করে দিতেও ভালোবাসেন ফোয়ারা ফেরদৌস। ফেসবুকে নেইল পেইন্টার বিডি নামের একটি পাতা পরিচালনা করেন তিনি।

নকশার পাঠকদের তিনি দেখিয়েছেন নখে নকশা করার নানা পদ্ধতি।
 নখের সাজের শুরুতে নখগুলো সুন্দর করে ফাইল করে নিন। নখের অমসৃণ কোণগুলো ঘষে মসৃণ করে নিন এ সময়। এবার ক্ষারহীন কোনো সাবানে কিংবা হ্যান্ডওয়াশে হাত ও নখ ভালোভাবে ধুয়ে নিন। শুকানোর জন্য কিছু সময় অপেক্ষা করুন।

নখে নেইল পলিশ দেওয়ার আগে যেকোনো ধরনের ময়েশ্চারাইজার ও হাতের ক্রিম ব্যবহার থেকে বিরত থাকুন। এবার নখ হয়ে উঠুক আপনার রংতুলির প্রিয় ক্যানভাস।
 নখের নকশা করতে আপনার প্রয়োজন হবে পছন্দের রঙের নেইল পলিশ, কয়েকটি চিকন সরু তুলি, বিভিন্ন রঙের অ্যাক্রেলিক পেইন্ট, বেইজ হিসেবে ব্যবহার করা যায় এমন স্বচ্ছ কোনো নেইল পলিশ।
 নখের হলদেটে ভাব দূর করতে বেইজ নেইল পলিশ হিসেবে সাদা রঙের নেইল পলিশ লাগিয়ে নিন।
 আপনি যদি একই নখের মধ্যে বিভিন্ন রঙের খেলা করতে চান তবে অনুসরণ করতে পারেন ওমব্রে কৌশল।

ওমব্রে নখসজ্জা করতে প্রথমেই একটি স্পঞ্জে নেইল পলিশ লাগিয়ে নিন। এবার এটি চেপে চেপে নখে লাগবেন। চাইলে ১০টি নখে একেক রকম রং লাগাতে পারেন। এর ওপর টপকোট হিসেবে গ্লিটার নেইল পলিশের পরশ বুলিয়ে নেওয়া যায়।
 এক ফালি তরমুজের নকশা তুলে আনতে পারেন নখে।

প্রথমে বেইজ হিসেবে লাল রঙের নেইল পলিশ লাগান। এবার গাঢ় ও হালকা সবুজে তরমুজের আকৃতি করে নিন। তাতে তুলি দিয়ে বিচির মতো কালো কালো ছোপ একে দিন।
 বৈশাখী প্রকৃতির আমেজেও নখসজ্জা করতে পারেন। প্রথমে সাদা রঙের বেইজ নেইল পলিশ লাগিয়ে নিন।

এবার হলুদ আর আকাশিতে আকাশের মতো করে সাজিয়ে নিন। তার ওপর লাল-সাদার নকশা এমনভাবে ফুটিয়ে তুলুন মনে হবে যেন থোকা থোকা শিরীষ। এর সঙ্গে দু-একটি সবুজ পাতাও এঁকে দিতে পারেন।
 ঈশান কোণে কালো মেঘ দেখে এবার পেখম মেলে নাচল বুঝি ময়ূরী। ময়ূর নখ পেতে বেইজ নেইল পলিশ হিসেবে নীল বা গাঢ় ফিরোজা রং বেছে নিতে পারেন।

এর ওপর সোনালি, নীল আর টিয়া রং গুলিয়ে নিয়ে কালো রঙের এঁকে নিন পালক।
 গ্রীষ্মের পোশাকের মতো নখেও সাদায় স্বস্তি খুঁজতে পারেন। নখটা সুন্দর করে ফ্রেঞ্চ মেনিকিউর করে সাদার সীমারেখায় এঁকে দিন ছোট একটা লাল ফুল। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।