আমাদের কথা খুঁজে নিন

   

বাণিজ্য মেলায় গেলে হাত সাবধান!!!



বাণিজ্য মেলায় গিয়ে বেশ রিলাক্স মোডে হাটছিলাম। শার্প এর প্যাভিলিয়ন থেকে বের হতেই এক যুবক হাত ধরে মার্কার পেন দিয়ে হাতে লেখা শুরু করল। কিছু বুঝে উঠতে পারছিলামনা। দেখলাম ডিআইটিএফ লিথছে। ভাবলাম, কোন কোম্পানির বিজ্ঞাপন কিনা! জিজ্ঞেস করলাম কিসের সৌজন্যে লিখছেন? জবাব দিল আমরা স্টুডেন্ট, ফেয়ার উপলক্ষে আমরা লিখছি।

তখনও আমি কোন এ্যাড বা প্রমোশন হিসেবেই মনে করলাম। লেখা শেষ হলে হাটা শুরু করলাম। ছেলেটি বলল, ভাইয়া পে করতে হয়! আমি এবার ব্যাপার বুঝতে পেরে না শোনার ভান করে হাটা শুরু করলাম। সেও আমার পেছনে হাটছে, এবং টাকা চাচ্ছে! কী অদ্ভূত, এ তো দেখি বিপদ! হাতে যেহেতু একে ফেলেছে কিছু না দিলে বরং বিপদে পড়তে হবে ভেবে ১০ টাকা বের করে দিলাম। সে দশ টাকা হাতে নিয়ে আরো চাচ্ছে।

এবার মেজাজ খারাপ হলে বললাম, আপনি হাত টাচ করলেন কেন? ছেলেটি হতচকিত হয়ে বলল ঠিক আছে এবং ১০ টাকা নিয়ে চলে গেল।
এবার এ নিয়ে পত্রিকায়ও নিউজ বের হয়েছে। অনেক লোকই এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে ২০০-৩০০ টাকা দিতে বাধ্য হচ্ছেন। এরা পুলিশ ম্যানেজ করে ছাত্রলীগের বড় ভাইদের সাপোর্টে এই চাদাবাজি করে চলেছে। প্রশাসন নির্বিকার।

তাই মেলায় গেলে হাত সাবধান!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।