আমাদের কথা খুঁজে নিন

   

২ দিনের সফরে কলকাতায় মনমোহন

দুই দিনের সফরে কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার রাতে কলকাতায় পৌঁছে রাজভবনে থাকবেন তিনি। পর দিন রবিবার যোগ দেবেন কলকাতা যাদুঘরে ২০০ বছর পূর্তি অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে সেদিন রাতেই দিল্লি ফিরে যাবেন প্রধানমন্ত্রী। এরপর রবিবার রাতেই দিল্লি ফিরে যাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল এম কে নারায়ণন উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে যোগ দিয়ে যাদুঘরের বিভিন্ন প্রকল্পের উন্নয়নে অর্থবরাদ্দ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, প্রধানমন্ত্রী সফরকালে রাজভবনের দেখা করতে যেতে পারেন কংগ্রেসের একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর কাছে রাজ্যে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণের বিরুদ্ধে সরব হবেন কংগ্রেস নেতারা।

এদিকে, কলকাতা যাদুঘরে ২০০ বছর পূর্তি উপলক্ষে নতুনভাবে সেজে উঠছে যাদুঘর চত্বর।

কয়েকমাস বন্ধ রেখে কাজ চলছিল যাদুঘরের। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুনভাবে যাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।