আমাদের কথা খুঁজে নিন

   

তিন ম্যাচ পর মোহামেডানের জয়

আগের তিন ম্যাচের দুটিতে ড্র করা এবং চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাছে হেরে যাওয়া মোহামেডান ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। সমান ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করা চট্টগ্রাম আবাহনীর অবস্থান নবম।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৩৮ মিনিটে ফরোয়ার্ড জাহিদ হোসেনের থ্রু ধরে, বক্সে ঢুকে চমৎকার শটে মোহামেডানকে এগিয়ে দেন তরুণ স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ।

৪৭ মিনিটে জাহিদের ক্রস থেকেই অসাধারণ হেডে ঐতিহ্যবাহী দলটির জয় নিশ্চিত করেন জাহিদ হাসান এমিলি। এবারের লিগে দেশের অন্যতম সেরা স্ট্রাইকারের এটা তৃতীয় গোল।

একই মাঠে দিনের প্রথম ম্যাচে ফেনী সকার ক্লাব ও উত্তর বারিধারা ১-১ গোলে ড্র করেছে। সপ্তম মিনিটে অধিনায়ক শহীদুল ইসলাম স্বপনের গোলে এগিয়ে যায় উত্তর বারিধারা। ২৬ মিনিটে ফেনী সকারকে সমতায় ফেরান গাম্বিয়ার ডিফেন্ডার ম্যাথিউ মেন্ডি।

৭টি করে ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে উত্তর বারিধারা অষ্টম এবং ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে ফেনী সকার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।