আমাদের কথা খুঁজে নিন

   

কোলাজঃ জীবনানন্দ

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে

কোলাজঃ জীবনানন্দ
অডিও লিংকঃ https://soundcloud.com/aytnihca/nvmnb1vx8zki

রাত ধুয়ে গেছে মাঝ পথে
আচমকা খেয়ালি জলে
আলোর শহর জেগে ওঠে
নীল নীলাভ শিহরণে

বিলাসী চরকা কাটা ঘরে
নিবিড় মুগ্ধ অনুভবে
কাঁচের হাওয়ার করিডোরে
সঘন শব্দ চিরে ওঠে
শ্যাওলা প্রাচীন আবছায়ায়
দালান বাড়ির পোড়ো ছাদে
রাতের হিমের মেঘ-মায়ায়
অলীক দৃশ্য জমে আছে

বিপন্ন বিস্ময়ে কেনা
লাশ কাটা এ নগর জুড়ে
স্বপ্ন-শান্তি-বোধহীনা
মৃত মানুষের ভীড় বাড়ে
সব নদী ঘরে ফিরে আসে
ফুটপাতে ঘুমো হ্যালোজেন
জীবন গিয়েছে পড়ে আছে
কুড়ি বছরের লেনদেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।