আমাদের কথা খুঁজে নিন

   

♦♦ ছন্নছাড়া কাব্য- ১ ♦♦

যে পথে আমার মৃত্যু আমি সেই পথে একবার- বার বার, বহুবার ফিরে যাই!

আমি তোমার আকাশে নক্ষত্র দেখতে এসে-
দেখি কি রৌদ্রজ্জ্বল চারিদিকে!
কার আলো গ্রাস করে আজ তুমি
আলোর উৎসব দেখাচ্ছ আমাকে?
তুমি কেড়ে নাও নক্ষত্রের তেজদীপ্ত কিরণ
ছিনিয়ে নাও চন্দ্রের মায়াবী ছদ্ম আলো।
আমি ছিলাম এক পথহারা গ্রহাণু-
ভুল পথে পড়েছিলাম তোমার কক্ষপথে!
শুধুই অবাক চোখে আমি দেখেছি
তোমার অন্তঃস্থলে শুধুই বিলীন হয়ে যাওয়া।
তারপরেও আমার যে কি প্রশান্তি!
আমি যা ঠিক তোমার মাঝে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।