আমাদের কথা খুঁজে নিন

   

নতুন দুটি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে: শিল্পমন্ত্রী

পাশাপাশি আগের পাঁচটি অর্থনৈতিক অঞ্চল দ্রুত স্থাপনের জন্য বিশেষ উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি।

রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতারা দেখা করতে গেলে একথা বলেন মন্ত্রী।

ডিসিসিআই প্রতিনিধি দল দ্রুত অর্থনৈতিক অঞ্চলগুলো স্থাপনের ব্যবস্থা নেয়ার দাবি জানান।

জবাবে শিল্পমন্ত্রী বলেন, “সরকার অর্থনৈতিক অঞ্চলগুলো স্থাপনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। এছাড়া নির্ধারিত পাঁচটি অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে আরো দুটি নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনাও নিয়েছে সরকার।

এজন্য সম্ভাব্য স্থান নির্ধারণের কাজ চলছে। ”  

মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান, সিনিয়র সহ-সভাপতি ওসামা তাসির, সহ-সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সাবেক সভাপতি মো. সবুর খান, পরিচালক আবুল হোসেন, হায়দার আহাম্মেদ খান, ইফতেখার উদ্দিন ও নিসার মাকসুদ খানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী দেশীয় শিল্প-কারখানায় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

পর্যটন শিল্পসহ অন্যান্য সম্ভাবনাময় শিল্পের প্রসারে সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি এসময় আশ্বস্ত করেন।  

বৈঠকে ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বলেন, “দেশে ভারসাম্যপূর্ণ ও দীর্ঘমেয়াদী শিল্পায়নের স্বার্থে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতকে মূল শক্তি হিসেবে গ্রহণ করতে হবে।

এজন্য তিনি একটি এসএমই শুমারি পরিচালনার পরামর্শ দেন। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন ও ঢাকা চেম্বারের যৌথ উদ্যোগে এ খাতের উন্নয়নে একটি চাহিদাভিত্তিক গবেষণা পরিচালনার ওপর গুরুত্ব দেন।

জাহাজভাঙ্গা শিল্পের প্রসারে দ্রুত জাহাজ নির্মাণশিল্প নীতিমালা অনুমোদন, ওষুধ শিল্পনগরী বাস্তবায়ন, শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও ইউটিলিটি সংযোগ প্রদান, দেশীয় শিল্পবান্ধব শুল্ক ও করকাঠামো নির্ধারণ, মেধা সম্পদের অধিকার সুরক্ষায় আইপিআর নামে পৃথক উইং স্থাপন ও অ্যাক্রেডিটেশন বিষয়ক জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন ডিসিসিআই নেতারা।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ২১ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.