আমাদের কথা খুঁজে নিন

   

আমি নকল গান করি না

প্রথমেই আপনার নতুন মিশনের খবর জানতে চাই।

আমি এখন ব্যস্ত আছি 'দেশা- দ্য লিডার' ছবির গান নিয়ে। এ ছবির সবগুলো গানই আমি করছি। ভিন্নধর্মী গল্প হওয়ায় আমাকে গানেও প্রচুর ভিন্নতা আনতে হচ্ছে। তাই সময় খরচ হচ্ছে অনেক।

এখন এ ছবির জন্য একটা উৎসবকেন্দ্রিক গান করছি। খুব ফুর্তির গান। লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ভয়েস কাকে দিয়ে দেওয়াবো এখনো জানি না। আমার ধারণা গানটি উৎসব-পার্বণে বাজবে।

এছাড়া জাকির হোসেন রাজুর আরও দুটি ছবির গান নিয়েও ব্যস্ত রয়েছি।

 

হুট করেই আপনি চলচ্চিত্রে আসন গড়লেন। কেন?

চলচ্চিত্র হচ্ছে স্থায়ী মাধ্যম। যা করব তাই আর্কাইভ হয়ে যাবে। আমরা এখনো সত্তর-আশির দশকের গান শুনি।

তেমনি ভালো গান করতে পারলে ভবিষ্যতে আমাদের গানও থেকে যাবে। তাছাড়া অডিও ইন্ডাস্ট্রি তো প্রায় ধ্বংস। আর কোনো স্বপ্ন নেই।

 

গত বছর আপনি প্রচুর সুস্থ এবং হিট গান দিয়েছেন। একসঙ্গে এত চমক! রহস্য কি?

সব উপরওয়ালার ইচ্ছে।

আমি মনে করি সৃষ্টিশীল কাজ কখনো শর্টকাটে হয় না। নিজের ইমোশনের সঙ্গে উপরওয়ালার কানেকশন হলে সুন্দর কিছু সৃষ্টি হয়। আর তাই 'জ্বলে জ্বলে জোনাকি', 'বিধাতা জানে', 'জানেমান', 'তুমি আছো নজরে নজরে' গানগুলো উপহার দিতে পেরেছি।

 

সামনে নতুন গান কি আসছে?

এই তো ভালোবাসা দিবসে 'অগি্ন' ছবি রিলিজ হচ্ছে। এরপর আসবে 'দবির সাহেবের সংসার'।

'অগি্ন' ছবির গানগুলো একেবারেই ভিন্নস্বাদের হয়েছে। নারী কণ্ঠের রক রয়েছে। নতুন শিল্পী লেমিসের কণ্ঠ নিয়েছি। আমাদের চলচ্চিত্রের দর্শকদের জন্য নতুন স্বাদের এ গানটি উপহার দিলাম।

 

আপনি জাজ মাল্টিমিডিয়ার কাজই বেশি করছেন।

আমি অন্য প্রতিষ্ঠানের গানও করছি। তবে জাজের কাজ বেশি করছি। যৌক্তি কারণও রয়েছে। গান করলেই তো হবে না। যথাযথ প্রমোশন লাগবে।

তাহলে দর্শকের দুয়ারে পেঁৗছাবে। জাজ সেটা করছে। তাছাড়া জাজের কর্ণধার আবদুল আজিজ আমাকে সুযোগ দিয়েছিলেন। লেগে আছি। জাজ নতুন অভিনয়শিল্পী, নতুন নির্মাতা, নতুন সংগীতশিল্পী উপহার দিচ্ছে।

এটা ইন্ডাস্ট্রির জন্য পজেটিভ। আজিজ ভাইকে আমি ধন্যবাদ জানাই।

 

নির্মাতারা সংগীত পরিচালককে ফোন করে বলে, রোমান্টিক গান লাগবে কিংবা স্যাড গান লাগবে। সেভাবেই কাজ হয়। গল্প জানতে হয় না।

আপনি কি এ ধারায় বিশ্বাসী?

মোটেই না। আমি সবার আগে গল্প শুনি। গল্পের সঙ্গে মিল রেখে গান করি। নির্মাতা কোনো গানের অনুকরণে করতে বললে রাজি হই না। কারণ আমি নকল গান করি না।

কখনো করবও না।

 

সবাই প্রচুর গান করছে। আপনার সংখ্যা কম কেন?

শুধু অর্থ কামানোর জন্য সংগীত করি না। জীবনে অর্থ একটা বিষয়। কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু।

বেশি না। তাই আমি মান ঠিক রেখে কাজ করে যাচ্ছি। এভাবেই যেন চলতে পারি।

 

অ্যালবামের খবর কি?

বছরে একটি অ্যালবাম করব। এ বছরেরটা আগামী ঈদে আসবে ইনশাল্লাহ।

* শোবিজ প্রতিবেদক

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।