আমাদের কথা খুঁজে নিন

   

রুপবান, সমকামী ও ভবিষ্যত (পর্ব দুই)



গতকাল সকালে রুপবান ম্যাগাজিন এবং দেশে সমকামীদের অধিকারের প্রশ্ন নিয়ে একটা পোষ্ট দিয়ে ছিলাম। সেখানে এক ব্লগার কমেন্ট করলেন- এটা নাকি মানুষের ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা। আমি জানিনা তিনি কথাটা কোন এঙ্গেল থেকে বলেছেন, তাই তাকে ব্যাক্তিগতভাবে কিছু না বলে সামগ্রিক ভাবে বলতে চাই- এইটা কেমন মত প্রকাশের স্বাধীনতা? আজ যদি কোন অমানুষের মনে তার মা/বোন/ভাইয়ের সাথে *** করার এর সাধ জাগে তবে সেইটাও কি এই মত প্রকাশের স্বাধীনতার আওতায় পরবে? সেওকি এ কাজের বৈধতা দাবী করতে পারবে? সেওকি এমন ম্যাগাজিন বের করে আন্দোলন শুরু করতে পারবে? তার দাবীও কি মেনে নিতে হবে? প্লিজ যারা এই ধরনের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে তারা এই প্রশ্নগুলির জবাব দিন।

পূর্বের পোস্টের লিঙ্ক : রুপবান, সমকামী ও ভবিষ্যত

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।