আমাদের কথা খুঁজে নিন

   

১৭ বছর পর শীর্ষে অাতলেতিকো

১৯৯৬ সালে শেষ বারের মতো লিগের শীর্ষস্থানে ছিল আতলেতিকো মাদ্রিদ। এরপর পেরিয়ে গেছে ১৭টি বছর। রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদকে অনেকটা তুড়ির জোরে উড়িয়ে দিয়ে স্পেনের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে হারানো খেতাবটি পুনরুদ্ধার করে দলটি।

আতলেতিকোর স্টেডিয়াম ভিসেন্তে কালদেরনে রবিবার রাতে সদ্য প্রয়াত স্প্যানিশ কোচ লুইস আরাগোনেসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ম্যাচটি। সোসিয়েদাদকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করা গোলগুলো সাবেক খেলোয়াড় ও কোচের প্রতিই যেন উৎসর্গ করলো দিয়েগো সিমেওনের শীর্ষরা।

ম্যাচের ৩৮ মিনিটে দিয়েগো কস্তার নিচু ক্রস থেকে বল পেয়ে গোলের খাতা খোলেন ডাভিদ ভিয়া। ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার দিয়েগো কস্তা। দুই মিনিট পর দারুণ একটি হেডে গোল করেন মিরান্দা। শেষ গোলটি পান দিয়েগো রিবাস।

এই জয়ে বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেল আতলেতিকো।

রিয়াল মাদ্রিদেরও সুযোগ ছিল চিরপ্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু রবিবার রাতে পরের ম্যাচে আথলেতিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে সে সুযোগটি হাতছাড়া করে তারা। ২২ ম্যাচে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ- দুই দলেরই পয়েন্ট ৫৪।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।