আমাদের কথা খুঁজে নিন

   

লজ্জা



লজ্জা সে তো নারীর ভূষণ
ওরে পোড়া মন।
তুই কেন ভুল করিস সারাক্ষণ।
লজ্জা সে তো মানব গুণ রে
সে তো শুদ্ধ মানব গুন।
ওরে ভুলা মন।
তুই শুধু ভুল করিস সারাক্ষণ।


মায়ের কোলে দুধের ছেলে,
হাসি যে দেয় লজ্জা পেলে।
স্মামীর চোখে মমতা দেখে
লজ্জা পায় ঘরের লক্ষী যে।
প্রেমিক পতি জ্বরের ঘোরে
সেবিকা পত্নীরে জড়িয়ে ধরে।
শিশুকালের বায়না করে
জ্বর যেন আর বাড়ে না।
জ্বর কেটে যায় ঘোর যায় কেটে
লজ্জা শুধু ছাড়ে না।


শিষ্যের কাছে গুরু হেরে
লজ্জায় গরব যায় যে বেড়ে।
লজ্জা সে তো এমন গুন রে,
সবাই তারে বোঝে না।
বালিকারা নারি হলে,
শরীরটারে লুকিয়ে ফেলে।
নারিত্ব সে প্রকাশ করে,
লজ্জার আজব ভাষায় রে।
বাবা মায় বৃদ্ধ হলে
ছেলে মেয়েরে লজ্জা করে।


সে লজ্জা কষ্টে মাখা
সব সন্তান বোঝে না।
এত লজ্জা চারপাশেতে
তবু বলি পোড়া মন রে,
লজ্জা নারীর ভূষণ ভেবে।
তুই আর এ ভুল করিস না।
লজ্জা আছে সার্বজনীন
কারও মাঝেই হয় না বিলীন।
প্রকাশের উপায় শুধু
মানুষ মানুষ ভিন্ন যে।


ও ভুলা মনরে ও মন
তুই কী বুঝিস লজ্জা কেমন?
লজ্জা শুধু মানব গুনরে
পশুর মাঝে পাবি না।



----------------------------------------------------------------------------

গাড়ি চলে না গানটা মাথায় বাজতেছিল। কবিতায় তার ছায়া পাবেন।

----------------------------------------------------------------------------



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.