আমাদের কথা খুঁজে নিন

   

রুপবান, সমকামী ও ভবিষ্যত (পর্ব তিন - অধিকার Vs বিবেক)



আমি মেনে নিলাম সংবিধান অনুযায়ী আপনার বলার অধিকার রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তাই বলে কি আপনি যা ইচ্ছা বলতে পারবেন? আপনার ঘরে আপনি দরজা বন্ধ করে ল্যাংটা হয়ে শুয়ে থাকলে কেউ কিচ্ছু বলতে পারবে না, কিন্তু তাই বলে কি আপনি সেটা করেন (যদি সুস্থ মানসিকতার হয়ে থাকেন)? আপনার মন রাস্তা দিয়ে যাকেই যেতে দেখে তার সাথেই *** করতে চায়, সংবিধানে বলার স্বাধীনতা রয়েছে এইটা বলে আপনি কি এই কথাটা সবার সামনে বলতে পারবেন? নাকি সেই কাজের বৈধতা চেয়ে আন্দোলন করতে পারবেন? তাহলে কিভাবে আপনি সমকামী হওয়ার মতো একটা কুরুচিপুর্ন কাজের বৈধতা দাবী করেন? লজ্জাবোধ, রুচিবোধ, বিবেক এই সব এর কিছুই কি আপনাকে কখনো স্পর্শ করেনি? আপনি আজ যেই কাজের বৈধতা দাবী করছেন, অদূর ভবিষ্যতে যদি আপনার সন্তানের জন্মগত বৈশিষ্ঠ হয় আপনার সাথে *** করার এবং সেও যদি সংবিধানের ক্ষমতা বলে তা দাবী করে বসে সেদিন আপনি কি করবেন? যারা এই কাজের বৈধতা দাবী করছেন তাদের বলি- আপনাদের পাপের প্রতিফল হিসেবে দেখবেন অদূর ভবিষ্যতে আপনার স্ত্রী/সন্তান/বাবা/মা/ছেলে/মেয়ে একজন অন্যজন এর থেকে নিরাপদ নন... হয়তো সেটাকে আপনারা বৈধতা দিয়ে উপভোগ করবেন কিনা আমি জানিনা... তবে শেষ কথা এটাই যে আপনাদের পাপের ফল আপনারাতো ভোগ করবেনই সাথে অন্যদেরও ভোগ করতে হবে...

রুপবান, সমকামী ও ভবিষ্যত (পর্ব এক)
রুপবান, সমকামী ও ভবিষ্যত (পর্ব দুই)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।