আমাদের কথা খুঁজে নিন

   

আবারও আসছে উদ্যোক্তা হাট,এক্সপার্ট ক্লাউডস্টোর থাকছে ৪১ নম্বর স্টলে,আসুন,দেখুন,কথা বলুন,হয়ে উঠুন ই-কমার্স উদ্যোক্তা।

বর্তমান যুগ Information & Technology এর যুগ। এই যুগে সব কিছুতেই যেন প্রযুক্তির ছোয়া বিদ্যমান। বিশেষ করে ব্যবসায় ও বানিজ্যে "Ecommerce", Information & Technology  এর একটি উল্লেখযোগ্য অবদান। E-commerce এ আমাদের বাংলাদেশ একটি সম্ভাবনাময়  দেশ এবং বাংলাদেশ আর পিছিয়ে নেই। কেননা ব্যবসায়ী উদ্যোক্তাদের মধ্যে এখন আলোচনার অন্যতম বিষয় হলো Ecommerce বা ইলেকট্রনিক কমার্স।

তরুণ প্রজন্ম অনেকাংশে Ecommerce নিয়ে আগ্রহী হয়ে উঠেছে। ইতিমধ্যে শতাধিক Ecommerce Website তাদের পণ্য ও সেবা নিয়ে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশ সরকার,ব্রিটিশ হাই কমিশন,তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়,বাংলাদেশ ব্যাংক,বেসিস ও বিভিন্ন প্রাইভেট সংস্থা বাংলাদেশে Ecommerce প্রসারের লক্ষে যৌথ ভাবে কাজ করে যাচ্ছে। এর ই মধ্যে ঢাকা সহ বিভিন্ন জেলা শহর এবং লন্ডন এর Gloucester Millennium Hotel এ অনুষ্ঠিত হয়ে গেল E Commerce fair, এই সব উদ্দেশ্য কে সামনে রেখে বাংলাদেশে Ecommerce Business কে আরো এক ধাপ এগিয়ে নিতে সহজ, সস্তা ও ঝামেলামুক্ত  E-Commerce System প্রদান করার জন্য আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি।
এরই অংশ হিসেবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে এবং “চাকরি খুঁজব না চাকরি দেব" গ্রুপের আয়োজনে আগামী ১০-১২ ফেব্রুয়ারী ধানমন্ডির ওমেন ভলান্টারি এসোসিয়েশনে (WVA) উদ্যোক্তা হাট অনুষ্ঠিত হবে।

এই হাটে আগ্রহী উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার পসরা সাজিয়ে বসবেন এবং দর্শক ও ক্রেতারা তা কিনতে পারবেন। দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত এই উদ্যোক্তা হাটে সবমিলিয়ে ৩৫ টি প্রতিষ্ঠান অংশ নিবে। আমরাও আমাদের সেবা নিয়ে আসছি হাটের ৪১ নম্বর স্টলে।
এক্সপার্ট ক্লাউড স্টোর কি?  what is XpertCloudStore ?
এক্সপার্ট ক্লাউড স্টোর হলো একটি ই-কমার্স ইঞ্জিন। যা ASP.NET এ ডেভেলপ করা সর্বোচ্চ নিরাপত্তা সম্বলিত একটি ওয়েব ইঞ্জিন।

এটি একজন ব্যবসায়ী কে ই-কমার্স সিস্টেম Provide করে বা এর মাধ্যমে Online Store তৈরী করা যায়। একজন ই-কমার্স উদ্যোক্তা এক্সপার্ট ক্লাউড স্টোর এর সাহায্যে খুব সহজেই একটি ফুল functional E-commerce ওয়েবসাইট তৈরী করতে পারবেন, যেখানে আপনার ব্যবসায়ের পণ্য বা সেবা সারাদেশে ও দেশের বাহিরে বিক্রির জন্য গ্রাহক কে offer করতে পারবেন এবং ক্রেতা ও ভোক্তা ঘরে বসেই শপিং করতে পারবে আপনার ক্লাউড স্টোর থেকে।
প্রমোশনাল অফার:
মাত্র ৪৯৯০/- (মাসিক সাবস্ক্রাইব) টাকায় শুরু করুন আপনার ই-কমার্স বিসনেস।  
সাথে থাকছে,
বিশেষ আকর্ষণ উদ্যোক্তা হাটে এসে আমাদের ষ্টল ভিজিট করে টেকটিউনস পোস্ট থেকে বললে ৪৫ দিন ডেমো ব্যবহারের সুযোগ।
যোগ দিতে পারেন আমাদের ফেইসবুক ইভেন্ট এ  ঘুরে আসতে পারেন ওয়েবসাইট ও ফেইসবুক পেজ এ লাইক দিয়ে জেনে নিয়মিত ই-কমার্স তথ্য।


সোর্স: http://www.techtunes.com.bd     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.