আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন গনজাগরন মঞ্চ...

আমার চোখে বর্তমান...

এক বছর আগের ঘটনা, কিন্তু মনে হয় এখনো কানে বাজে লাকির সেই শ্লোগান “ক তে কাদের মোল্লা; তুই রাজাকার, তুই রাজাকার”।

সাথে হাজারো মানুষের লাঠি বা খালি বোতল নিয়ে রাস্তায় বাড়ি দিয়ে সেই মধুর ছন্দ... আহা!

৫ তারিখের কথা এখনো খুব স্পষ্ট মনে আছে। রায় শুনার পরই মনটা এতো খারাপ হয়ে গেল। সাথে সাথেই মনে হলো সরকার নিশ্চয়ই আমাদের সাথে বেঈমানী করেছে। নিজেকে এতো অসহায় খুব বেশী মনে হয়নি আগে।

একটু পরে যখন শাহবাগের কথা শুনলাম, মনে হলো একটা যেন উপায় খুজে পাচ্ছি গ্লানিমুক্ত হবার।

৬ তারিখ সারাদিনও যেতে পারিনি শাহবাগে। সন্ধ্যার কিছু পর কয়েকজন কলিগ ও বন্ধু নিয়ে আমাদের পুরান সাদা রংগের গাড়িটা নিয়ে ছুটলাম। বিশ্বাস করুন আমার কাছে মনে হচ্ছিল ৭১ এর একটি দিন, আমরা গেরিলা বাহিনীর কয়েকজন ছুটছি কোন অপারেশনে...

যা দেখেছিলাম, যা অনুভব করেছিলাম সেদিন, তা যে দেখেনি এমন কাউকে কোনদিনও বুঝাতে পারবো মনে হয় না। একটা ঘটনা বলি, ৬তারিখ রাতে আমরা ফিরে আসার আগে ভাবছিলাম কিছু পানি কিনে অন্যদের দিয়ে আসব।

একটা দোকানে কয়েক বোতল পানি দিতে বললাম। লোকটা জানতে চাইল এতো পানি কি দরকার আমাদের। বললাম আন্দোলনকারীদের জন্য। লোকটা আমাদের থেকে একটা টাকাও নিল না। বরং বলল, দেশের জন্য শুধু আপনারা করবেন, আমরা কিছু করতে পারব না?

আহা আমার দেশ, আহা আমার দেশের মানুষ...

সে সময়ের কিছু ছবি।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।