আমাদের কথা খুঁজে নিন

   

১৩টি মেডিক্যাল ও একটি ডেন্টাল কলেজের কার্যক্রম স্থগিতের নির্দেশ

১৩টি বেসরকারি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজের একাডেমিক কার্যক্রম স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিষয়টি তদন্ত করতে ইতোমধ্যে চারটি পরিদর্শন টিম গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

তালিকাভুক্ত কলেজগুলো হলো: রংপুরের কছির উদ্দিন মেমোরিয়াল মেডিক্যাল কলেজ, রাজধানীর উত্তরার ইউএস ডেন্টাল কলেজ, কিশোরগঞ্জের আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ, খুলনার আদ-দ্বীন আকিজ মেডিক্যাল কলেজ, খুলনা সিটি মেডিক্যাল কলেজ, রাজশাহীর শাহ মখদুম মেডিক্যাল কলেজ, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস বাংলা মেডিক্যাল কলেজ, রাজধানীর গুলশান-২ এর ইউনাইটেড মেডিক্যাল কলেজ, ঢাকা মোহাম্মদপুরের কেয়ার মেডিক্যাল কলেজ, ঢাকা মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ, চট্টগ্রামের আইআইএমসিএইচ মেডিক্যাল কলেজ ও সিলেটের পার্ক ভিউ মেডিক্যাল কলেজ।  

এসব প্রতিষ্ঠানের প্রাথমিক অনুমোদন প্রক্রিয়া পুনরায় পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে বলে সার্কুলারে বলা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.