আমাদের কথা খুঁজে নিন

   

১৪ ফেব্রুয়ারিতে আসছে ‘তুমি আমার প্রথম কবিতা’

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।

একেবারে শেষ মূহূর্তে ‘তুমি আমার প্রথম কবিতা’ বইয়ের জন্য আরো অসংখ্য কবিতা পেয়েছি! মনে হচ্ছে বইটি ৮-১০ ফর্মার মধ্যে হবে।
যারা এখনো জীবনের প্রথম কবিতা পাঠাননি, তারা ৬ তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যে ৬টা পর্যন্ত কবিতা পাঠাতে পারবেন। কবিতা পাঠানোর ঠিকানা-

ফেসবুকে এর আগে স্ট্যাটাসে জানিয়ে দেয়া হয়েছিল- যাদের লেখা পেয়েছি। তারা হলেন-
আরিফ নজরুল, আবরার আদিব, আকাশ আহমেদ, আকাশ কুমার, আকিব শিকদার, আলী হোসাইন, অলোক মিত্র, অনিমেষ দত্ত, আমিনুল আসলাম সেলিম, আনাস বিল্লাহ, অনিক রায় শুভ, অনির্বাণ মিত্র চৌধুরী, অনুপম চৌধুরী, আরাফাত হোসেন, এস এম মুকুল, এস এম রাহাত খাঁন, মো: আরিফ বিল্লাহ, আরিফুল রনি, আরকানুল ইসলাম, অরুদ্ধ সকাল, আশরাফ জুয়েল , মোঃ আশরাফুল সবুজ, মোঃ আসমাউল বিশ্বাস, এইচ এ এল মো: আতাউর রহমান, অভিজিৎ চক্রবর্তী, ইউসুফ কবিয়াল , ভূঁইয়া মোঃ রবিউল, বিদ্যুৎ দেব, বিন আরফান, বকুল হায়দার, চন্দন চৌধুরী, চন্দনকৃষ্ণ পাল, চৌধুরী ফাহাদ, ঢালী মঈন, দুখাই রাজ, ফয়জুন্নেসা মণি, গোলাম কবির, হাসনাত আমজাদ, হুমায়ূন কবীর (হিমু), ইব্রাহিম খলিল আমদি, জাহানারা বুলা, জাকিয়া জেসমিন (যূথী), মো : জাসেদুল আলম, জসীম মেহবুব, কাকলী রহমান, কামরুল আলম, কামরুল হাছান মাসুক, লতিফ চান, লুৎফর রহমান রাফি, লুৎফর রহমান রিটন, লুৎফুর রহমান, লীলা দেউরী, মাহমুদা আজরা পুতুল, মু. মজিবুর রহমান, মুহাম্মদ মুহিদ , মাহবুবুর রশিদ, মাহ্দী হাসান, মোঃ রাহাগীর, মোঃ আবদুল কাদের আরাফাত, মোঃ আহসানুল হাবীব, মোঃ আবু জাফর, মোঃ আহসানুল হাবীব, মোঃ রিদওয়ানুর রহমান, মখছুছ চৌধুরী, মনজুর সিদ্দিক, মঞ্জুরুল জাহান, মণিকাঞ্চন ঘোষ প্রজীৎ, মুস্তফা হাবীব, মোঃ নিবরাজ সাল সাবলি গগন প্রিয়, নুরুল আলম, অনিমেষ সিংহ, ওসমান সজীব, অতনু সাগর, প্রলয় শাহ, প্রশান্ত কুমার, প্রত্যয় হামিদ, ব্রত রায়, বিষাদ আব্দুল্লাহ, রবিউল কমল, রাকিবুল ইসলাম রানা, রাশেদ মামুন, রিকেল বড়ুয়া, রব্বানী চৌধুরী, রফিকুল ইসলাম কামাল, সাদিয়া ইসলাম বৃষ্টি, সায়াদাত চমন, সাঈদ সাহেদুল ইসলাম, সায়েদুল আরেফিন, সৈয়দ সায়েম, সুমী রানী অপরাজিতা, শাহ ইয়াছিন বাহাদুর, এম. শহিদুজ্জামান চৌধুরী, শহীদুল হক বাদল, শায়মা হক, শামীম খান যুবরাজ, শামীমা শাহীন, শেফালী সোহেল, শেখ একেএম জাকারিয়া, শফিকুল ইসলাম রাজু, শুভজিৎ বসাক, সাইফুল ইসলাম জুয়েল, সফি মোহাম্মদ রেজা, সুশান্ত পোদ্দার, সুজানা আবেদিন, স্বর্ণা, তাহমিদুর রহমান, তামান্না রুবাইয়াত, তানজির উদ্দিন, তৌফিকুল ইসলাম চৌধুরী, উজ্জ্বল আফসান, ভূপতি চক্রবর্তী জনি।

এই লিস্ট ফেসবুকে শেয়ার করার পর আরো প্রায় ৭০-৮০ জন নতুন লেখা পাঠিয়েছেন।
ফেসবুকের সেই লিংকটি

৭ ফেব্রুয়ারিতে জানিয়ে দেয়া হবে, ফাইনালি কারা কারা থাকছেন অনবদ্য এই আয়োজনে।

বইটি পাওয়া যাবে ১৪ ফেব্রুয়ারি থেকে, অমর একুশের গ্রন্থমেলায়।

সামহয়্যার ইনে প্রকাশিত ‘তুমি আমার প্রথম কবিতা’র জন্য লেখা চেয়ে প্রথম পোস্ট

বিস্তারিত জানতে-
০১৯৩৮৬৭৩০১৬
মোজাম্মেল প্রধান
প্রকাশক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।