আমাদের কথা খুঁজে নিন

   

তিন ম্যাচের জন্য বহিষ্কার রোনালদো

গত রোববার আথলেতিক বিলবাওয়ের মাঠে স্বাগতিক খেলোয়াড় কার্লোস গুরপেগির সঙ্গে বিবাদে জড়ানোর কারণে লাল কার্ড দেখেন রোনালদো। ঐ ঘটনার জন্য এক ম্যাচ আর লাল কার্ড দেখার পর ‘আপত্তিকর’ অঙ্গভঙ্গির কারণে আরো দুই ম্যাচের নিষেধোজ্ঞা পেয়েছেন তিনি।

রিয়াল মাদ্রিদের হোঁচট খাওয়ার ম্যাচে লাল কার্ড দেখেন রোনালদো।

লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে।

বুধবারই ৩০ বছরে পা দিলেন এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো। জন্মদিনে এই শাস্তির খবর শুনতে হলো তাকে।

এই নিষেধাজ্ঞার ফলে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে ভিয়ারিয়াল ও এলচের বিপক্ষে দুটি ম্যাচ ও গেতাফের বিপক্ষে লা লিগার অপর ম্যাচে খেলতে পারবেন না দু’বারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাওয়া রোনালদো।  

তবে রিয়ালের জন্য স্বস্তির খবর, কোপা দেল রে সেমিফাইনালের দুটি লেগেই রোনালদোকে পাচ্ছে তারা। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগ হবে বুধবার।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।