আমাদের কথা খুঁজে নিন

   

২ - সামাজিক ভয়

আচরণের বৈচিত্র্যের দিকে তাকালে কিছু মানুষ রয়েছে যারা নিজের অনুভূতিগুলো সহজে অন্যের সঙ্গে বিনিময় করে না। নিজেদের ভাবনা ও অনুভূতিগুলো একান্তে রাখে। এ ধরনের মানুষের মধ্যে ধীরে ধীরে বেড়ে উঠতে পারে সামাজিক ভয়। যেখানে স্বাভাবিক মানুষদের সমাজে একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে ও বিপদে-আপদে একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করে তখন কিছু মানুষ একাকী থাকতে পছন্দ করে। সমাজের মানুষ ও প্রচলিত নীতিরীতির মধ্যে এরা অস্বস্তি ভোগে_ এদের ভেতরে এই বিশেষ ধরনের ভয় বা আতঙ্ককে গবেষকরা চিহ্নিত করেছেন 'সোস্যাল ফোবিয়া' হিসেবে।

পৃথিবীর অন্যতম সাধারণ ও বিস্তৃত মানুষদের ফোবিয়া হিসেবে এটি সুপরিচিত। এই ধরনের সামাজিক ভয় বা অস্বাভাবিক এই আতঙ্ক মানুষের পরিচিত আতঙ্কের তালিকায় রয়েছে দ্বিতীয়তে। পৃথিবীজুড়ে বিভিন্ন শ্রেণী, পেশা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মানুষদের মধ্যে এটি ছড়িয়ে আছে প্রকটভাবে। সামাজিক ভয়ের বিভিন্ন ধরন রয়েছে। তবে সাধারণভাবে এ ধরনের ফোবিয়া প্রকট হলে সামাজিক প্রচলিত অনুষঙ্গ থেকে দূরে থাকার প্রবণতা প্রবল হয়।

বেশি মানুষের সামনে বক্তা হিসেবে উপস্থাপনের ভয় এক ধরনের সোস্যাল ফোবিয়া হিসেবে দেখা হয়।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।