আমাদের কথা খুঁজে নিন

   

মডেল টেস্ট : সাধারণ বিজ্ঞান

মডেল টেস্ট-১

১. নিচের উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। বিদ্যুৎ প্রবাহের তাপ ও আলোক ক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে বৈদ্যুতিক বাল্ব। এরকম দুটো বাল্বের একটিতে লেখা আছে 220V-60W এবং অপরটিতে 220V-60W। আমরা প্রতি ইউনিট বিদ্যুৎ বিল পরিশোধ করি ৩ টাকা করে।

ক. বাল্ব ব্যতীত আর কী কী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হয় যা বিদ্যুৎ প্রবাহের তাপ ও আলোক ক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি ১

খ. 220V-60W বলতে কী বুঝ? ২

গ. বাল্ব দুটোর রোধ কত? ৩

ঘ. বাল্ব দুটোর মধ্যে কোনটিতে বিদ্যুৎ খরচ বেশি হয় ব্যাখ্যা কর।

২. বিদ্যুৎ আমাদের অতি প্রয়োজনীয় একটি সম্পদ। নানাভাবে এ সম্পদকে আমরা অপচয় করে নষ্ট করি। সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ এ সব দুর্ঘটনা ও অপয় রোধ করতে পারে।

ক. নিরাপত্তা ফিউজ কী? ১

খ. গৃহ বিদ্যুতায়নের ক্ষেত্রে নিরাপত্তা ফিউজ জরুরি কেন? ২

গ. বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে তুমি কি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে? ৩

ঘ. বিদ্যুৎ অপচয় রোধে কী কী পদক্ষেপ গ্রহণ করবে? ব্যাখ্যা কর। ৪

৩. রাহেলা আক্তার একটি অফিসের অফিস সহকারী।

তিনি সব কাজের হিসাব-নিকাশ অফিসের প্রদত্ত কম্পিউটারের মাধ্যমে করে থাকেন। কম্পিউটার মূলত গণনাকার্য করার জন্য সৃষ্টি হলেও এর উপযোগিতা কেবল গণনা কার্যের মধ্যে সীমাবদ্ধ নেই। জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় কম্পিউটারের ব্যবহার একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

ক. কম্পিউটার কী? ১

খ. কম্পিউটারের বিভিন্ন অংশের নাম লিখ। ২

গ. কম্পিউটার ব্যবস্থার প্রবাহ চিত্র অঙ্কনপূর্বক কম্পিউটারের কার্যাবলী ব্যাখ্যা কর।

ঘ. কম্পিউটারের ব্যবহারিক গুরুত্ব বিশ্লেষণ কর। ৪

মডেল টেস্ট-২

১. নিচের উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। গৃহবধূ নাজমা কাপড়-চোপড় নিজেই পরিষ্কার করেন। টিউবওয়েলের পানিতে কাপড় কাচতে গিয়ে তিনি দেখলেন সাবান অনেক খরচ করার পর ফেনা উৎপন্ন হলো। এতে সময় ও সাবান দুটোই অপচয় হলো।

ক. পরিষ্কারক সামগ্রী কি? ১

খ. নাজমা কাপড়-চোপড়ে ব্যবহৃত পরিষ্কারক সামগ্রী তৈরির মূল নীতি ব্যাখ্যা কর। ২

গ. নাজমার ব্যবহৃত পরিষ্কারক সামগ্রিতে ফেনা কম উৎপন্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর। ৩

ঘ. কি ব্যবস্থা গ্রহণ করলে সাবান ও সময় দুটো অপচয় রোধ করা যায় তা তোমার উত্তরের স্বপক্ষে বিশ্লেষণ কর। ৪

২. আজমল সাহেব একজন তাঁত ব্যবসায়ী। বাজার থেকে সুতা কিনে তিনি বস্ত্র তৈরি করেন।

প্রাকৃতিক ও কৃত্রিম সব ধরনের সুতা তিনি ব্যবহার করেন। বস্ত্র তৈরির পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় তিনি সুতায় রং করার কাজও করেন। প্রতিদিন তার প্রায় ছয় লাখ মিটার সুতা লাগে, যার ওজন প্রায় ১২ কিলোগ্রাম।

ক. প্রাকৃতিক সুতার উৎসের নাম লিখ ১

খ. কৃত্রিম ও প্রাকৃতিক তন্তুর মধ্যে পার্থক্য কি? ২

গ. আজমল সাহেবের সুতার কাউন্ট নির্ণয় কর ৩

ঘ. সুতিবস্ত্রের জন্য কোন রংটি আজমল সাহেবের জন্য লাভজনক তা যুক্তিসহকারে লিখ। ৪

৩. তামান্না ছাই ও কয়লা দিয়ে দাঁত মাজত।

একদিন সে দেখল তার দাঁতের গোড়ায় পাথর জমেছে, কিছু খাওয়ার সময় দাঁত শির শির এবং ব্যথা অনুভব করে। সে ডাক্তারের নিকট গেলে ডাক্তার তাকে দুই বেলা ভালো দাঁতের মাজন, টুথপেস্ট ও ভালো ব্রাশ ব্যবহার করতে হবে বলে পরামর্শ দেন।

ক. টুথপেস্ট কী? ১

খ. তামান্নার দাঁতের গোড়ায় পাথর জমা ও শির শির করার কারণ কী? ২

গ. টুপপেস্ট তৈরির একটি প্রণালি বর্ণনা কর। ৩

ঘ. অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কুফল বিশ্লেষণ কর। ৪

মডেল টেস্ট-৩

১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

উদ্ভিদের জন্য ফসফরাস ও গন্ধক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। গন্ধক ও ফসফরাসের অভাবে ফসল কমে যায়। রাবারের ভালো কানাইজেশনে গন্ধক ব্যবহৃত হয়? দিয়াশলাই শিল্পে ব্যবহৃত হয় ফসফরাস।

ক. ভলকানাইজেশন কী? ১

খ. রাবারের ভলকানাইজেশনের কারণ ব্যাখ্যা কর। ২

গ. গন্ধক ও ফসফরাস উভয়ই বহুরূপী মৌল- ব্যাখ্যা কর।

ঘ. গন্ধক ও ফসফরাসের গুরুত্ব ব্যবহার কার্যে- বিশ্লেষণ করা। ৪

২. আমির একজন দিনমজুর। সে দিন আনে দিন খায়। সে অনেক কষ্টে বাঁশ, খড় ইত্যাদি জোগাড় করে তার বাড়ি বানালো। এক বছর যেতে না যেতেই সে দেখল তার ঘরের বাঁশে ঘুণ ধরে নষ্ট হয়ে যাচ্ছে।

এখন তার মাথায় হাত কারণ প্রতি বছর বাড়ি বানানোর সামর্থ্য তার নেই।

ক. নির্মাণ সামগ্রী কাকে বলে? ১

খ. ভালো নির্মাণ সামগ্রীর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ২

গ. আমিরের বাড়ির বাঁশ নষ্ট হওয়ায় এবং কিভাবে তা সংরক্ষণ করা যেত? ব্যাখ্যা কর। ৪

ঘ. নির্মাণ সামগ্রী হিসাবে বাঁশের গুরুত্ব মূল্যায়ন কর। ৪

৩. প্রকৃতিতে পদার্থের যা কিছু আছে তা অনবরত পরিবর্তন হচ্ছে এবং এর মূলে রয়েছে শক্তি।

শক্তির রূপান্তর আছে কিন্তু সৃষ্টি বা ধ্বংস নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা শক্তি ব্যবহার করছি, ফলে প্রতিনিয়ত শক্তির চাহিদা বাড়ছে। অপরদিকে বিভিন্নভাবে শক্তির অপচয়ও হচ্ছে। তাই শক্তির সংরক্ষণ বা অপচয় রোধ এবং এর যথাযথ ব্যবহার একান্ত প্রয়োজন।

ক. শক্তির নিত্যতা বিধি কী? ১

খ. শক্তি কিভাবে রূপান্তরিত হয় ব্যাখ্যা কর।

গ. 'ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য অধিক শক্তির প্রয়োজন ব্যাখ্যা কর। ৩

ঘ. অস্তিত্বের স্বার্থে শক্তির সংরক্ষণ বা অপচয় রোধ এবং যথাযথ ব্যবহার একান্ত প্রয়োজন- উক্তিটি বিশ্লেষণ কর। ৪

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।