আমাদের কথা খুঁজে নিন

   

. .অতঃপর তুমি. .



অতঃপর স্বাগত জানাই তোমায় । চিরচেনা সেই ম্যাড়ম্যাড়ে দীর্ঘশ্বাস আবার আমায় ফিরিয়ে দেবার জন্য তোমাকে ধন্যবাদ । এক্ষেত্রে ধন্যবাদটা বোধ হয় খুব ছোটই হয়ে যায় তোমার জন্য । কি করবো বলো ? আমার সামর্থ্য যে তোমার কাছে আমাকে বড় অসহায় বানিয়ে দিয়েছে । নিশীত রাত্রির নিস্তব্ধতাও হয়তো শিউরে উঠবে আমার এ করুণ পরিণতি দেখে ।

তুমি হয়তো উপলব্ধিই করতে পারবে না কতোটা নিঃস্ব আমায় করেছো তুমি । দিনের পর দিন অলিক আশ্বাস কিংবা অবাস্তব কল্পনার সাগরে ভাসিয়ে বিশ্বাসের জায়গাটিতে ধীরে ধীরে পঁচন ধরিয়েছো । সত্যিই বড় সুনিপুন ভাবেই বিষয়টাকে দাঁড় করিয়েছিলে তুমি । একটু ভেবে দেখো , এর পরিণতি কি হতে পারে । আমি হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবো তোমার মস্তিষ্ক সেল থেকে কিন্তু পারবে কি আমায় বিদায় জানাতে তোমার ঐ হৃদয়ের কুঠুরি থেকে ।

জানি আমি , হয়তো কখনোই পারবে না । অতঃপর তুমি এবং তোমার জগত্ কে আমার ই বিদায় জানাতে হচ্ছে । আমি সানন্দেই বিদায় জানাচ্ছি । কিন্তু হ্যাঁ , অগোচরে হলেও তোমার মনে ঠিকই দোলা দিয়ে যাবো সময়ে-অসময়ে. . . . . :-)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।