আমাদের কথা খুঁজে নিন

   

বাসদ-বাম মোর্চার হরতাল স্থগিত

উদ্ধার কাজ শেষ না হওয়াসহ মানবিক কারণে বৃহস্পতিবারের এই কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে বুধবার জানিয়েছে তারা।
একই দিন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ওই দিন হরতাল ডাকলেও পরে স্থগিত করে।  ফলে বৃহস্পতিবার কোনো দলেরই হরতাল থাকলো না।
ধসে পড়া ভবনে উদ্ধার কাজ চালানো অব্যাহত রাখতে হরতাল প্রত্যাহারের জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি এবং সাভারের ঘটনার সঙ্গে জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে ২ মে হরতালের ডাক দেয়া হয়েছিলো।
“কিন্তু উদ্ধার কাজ শেষ না হওয়াসহ সার্বিক দিক বিবেচনা করে হরতাল স্থগিত করা হলো।”
আলাদা সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশুও হরতাল স্থগিতের ঘোষণা দেন।
ভবন ধসে নিহতের সংখ্যা চারশ ছাড়িয়েছে। ভবন মালিক সোহেল রানা, কারখানা মালিকসহ ১২ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।  

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।