আমাদের কথা খুঁজে নিন

   

যুবলীগের গুন্ডা এখন শুধু আর বাংলাদেশ নয়, বিদেশেও রপ্তানি হচ্ছে



খবরে প্রকাশ,
রিয়াজুল হক মিল্কি হত্যা মামলার একজন ফেরারি আসামিকে নিউ ইয়র্ক যুবলীগের অনুষ্ঠানে দেখা গেছে।
ঢাকা মহানগর যুবলীগের (উত্তর) বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চল ২ ফেব্রুয়ারি নিউইয়র্ক যুবলীগের এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ সময় তাকে পরিচয় করিয়ে দেয়া হয়- বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ যুবনেতা সাখাওয়াত হোসেন চঞ্চল হিসাবে।

গতবছরের ৩০ জুলাই রাত ১টার দিকে গুলশানের শপার্স ওয়ার্ল্ডের সামনে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিল্কিকে গুলি করে হত্যা করা হয়।

শপার্স ওয়ার্ল্ডের সিসি ক্যামেরায় ধারণ করা চিত্রে দেখা যায়, প্রাইভেটকার থেকে মিল্কি নামার পর সাদা পাজামা-পাঞ্জাবি ও টুপি পরা এক যুবক বাম কানে মোবাইলে কথা বলতে বলতে মিল্কির সামনে এসে ডান হাতে ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে প্রথমে একটি গুলি ছোড়ে।



গুলিবিদ্ধ মিল্কি বাম দিকে হেলে মাটিতে পড়ে হামাগুঁড়ি দিতে থাকেন। এসময় ওই যুবক মিল্কিকে লক্ষ্য করে সাত/আটটি গুলি ছোড়েন। এরপর পেছন থেকে এক যুবক মোটর সাইকেল চালিয়ে এলে গুলিবর্ষণকারী যুবক ওই মোটর সাইকেলের পেছনে বসে চলে যায়। ওই সময় আরেক যুবককেও গুলি ছুড়তে দেখা যায়।

ওই হত্যাকাণ্ড যে এলাকায় ঘটেছে সেই গুলশান-বাড্ডা এলাকা নিয়ন্ত্রণ করতেন সাখাওয়াত হোসেন চঞ্চল, যিনি তারেকের ঘনিষ্ঠ।



হত্যার ঘটনায় গুলশান থানায় যে মামলাটি হয়েছে তাতে চঞ্চল সাত নম্বর আসামি। ওই মামলায় তারেকসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়।

এদিকে চঞ্চলকে কেন্দ্রীয় চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় করিয়ে দেয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন যুবলীগ নেতা জানিয়েছেন, পুলিশের হুলিয়া থাকলেও আগস্টের শেষার্ধে নিউইয়র্কে এসে চঞ্চল যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

লিংক:
Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.