আমাদের কথা খুঁজে নিন

   

'আফসোস একটাই, তিনি দেখে যেতে পারলেন না'

২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছে সরকার। এবার 'ঘেটুপুত্র কমলা' ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন প্রয়াত কথাসাহিত্যিক ও কলম জাদুকর হুমায়ূন আহমেদ। শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কারও পাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন অনেকটা আবেগাপ্লুত হয়ে বলেন, এ প্রাপ্তি সত্যিই আনন্দের। তবে আফসোস একটাই, তিনি এটা দেখে যেতে পারলেন না।

কারণ পরিচালক হিসেবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি এটিই প্রথম। এর আগে হুমায়ূন আহমেদের বেশ কয়েকটি ছবি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেলেও পরিচালনায় এটিই প্রথম।

এছাড়া 'খোদার পরে মা' ছবির জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেতা শাকিব এবং 'চোরাবালি' ছবির জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী জয়া আহসান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফরিদুর রেজা সাগর প্রযোজিত ছবি উত্তরের সুর। আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।