আমাদের কথা খুঁজে নিন

   

ভালো দিবস উপলক্ষে কিছু মন ছুঁয়ে যাওয়া বাংলা নাটক

তোমরা কেউ কি দিতেপারো প্রেমিকার ভালোবাসা


বাংলা মুভির যে অবস্থা তাতে ভদ্র মানুষ বাংলা ছবি দেখে না বললেই চলে। অবশ্য এখন কিছু ভালো চলচ্চিত্র নির্মিত হচ্ছে। হুমায়ূন আহমেদের চলচ্চিত্র গুলো এক সময় হলে গিয়ে দেখতাম। এখন মাঝে মাঝে মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মিত টেলিফিল্ম , নাটক ও চলচ্চিত্র গুলো দেখি। স্কুলে থাকতে প্রতি শুক্রবার পুরানো বাংলা সিনেমা গুলো বাসার সবাই মিলে দেখতাম।

কি অসম্ভব সুন্দর সব সিনেমা আর গান। কিন্তু যতই দিন যাচ্ছে বাংলা ছবির মান নিম্ন থেকে নিম্নতর হচ্ছে। বিশ্বায়নের এই যুগে প্রযুক্তি হলিউড , বলিউডকে প্রসিদ্ধ করলেও বাংলাদেশের চলচ্চিত্রের মান হারিয়েছে। কি সব অদ্ভুত গান আর হাস্যকর কাহিনী। দেখলে হাসি আসে।



তবে বাংলা নাটক নিয়ে আমরা গর্ব করি। বাংলাদেশের পরিচালক

প্রযোজকরা অসাধারণ সব নাটক বানান যা সত্যিই দেখার মতো। আমি বাংলা নাটক খুব উপভোগ করি। সামনে আসছে বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে টিভি চ্যানেল গুলো কিছু সুন্দর নাটক ও টেলিফিল্ম পরিবেশন করে।



আমার ভালো লাগার কিছু নাটক আপনাদের সাথে শেয়ার করলাম। নাটক গুলো সত্যি দেখার মত।

১) @১৮ অল টাইম দৌড়ের উপরঃ চরম হাসির একটি কমেডি নাটক। Studio 58' এর কম্পোজিশান করা খুব সুন্দর একটি গান আছে নাটকটিতে গানটির লিরিক্স এত সুন্দর আমি মুগ্ধ। গানটির অন্তরা
এই আমার শহর,
জানাল ও ঘর
শেওলা প্রাচীর জানে,
কে আপন পর
বাতাসের স্বর, ঠিক
তারপর
স্বপ্ন জড়িয়ে রাখে
প্রাচীর পাজর , আমার এ শহর
এ শহর বুকে ,
সুখে অসুখে
ধূসর হাপড় জমে রোধ পোড়া মুখে...
বিকেলের ছাঁদে , কেউ একা কাঁদে
কেউ ভুলে জড়াবে ,
শহরের ফাঁদে

তো দেখে ফেলুন নাটকটি।




২) প্রথম সূর্যের গল্পঃ তিশার ফেসবুকে একটি স্টাটাস দেওয়ার মাধ্যমে নাটকের শুরু। মোশারফ করিমের সাথে ফেসবুকেই তিশার পরিচয়। মোশারফ করিমের ফেসবুক আই ডি তে তিশাই ছিলো একমাত্র মেয়ে ফ্রেন্ড। ফেসবুক চ্যাট এর পরে ফোনে কথা হয় মধ্যে। কথা বলে তিশা মুগ্ধ।

এরপর খুব সুন্দর একটি লাভ স্টোরি। নাটক প্রেমীরা দেখতে পারেন। ভালো লাগবে।


৩) শেষ পর্যন্তঃ সজল ও বিদ্যা সিনহা মীম অভিনীত এই কমেডি মিশ্রিত ভালোবাসা দিবসের এই নাটকটিও দেখতে পারেন। ভালো লাগবে।




৪) যদি তুমি রাধা হতেঃ সজল ও বিন্দু অভিনীত এই নাটকটিও দেখতে পারেন। তবে এই এই নাটকটি অনেকের ভালো নাও লাগতে পারে আগেই বলে দিচ্ছি। শুধু বিন্দু ভক্তদের ভালো লাগবে। বিন্দুকে এখানে মারাত্মক সুন্দর লাগছে


৫) ফিরছি বিরতির পরঃ আরেফিন শুভ ও তারিন অভিনীত রোমান্টিক ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই নাটকটি " মন ভালো নেই এমন শুনে কেন এত আনন্দ পাই" গানের লাইন দিয়ে শুরু। আমার ভালো লেগেছে।




৬) একটি দৈনন্দিন প্রেমের গল্প জাহিদ হাসান, হিল্লোল ও নওশিন অভিনীত সুন্দর ভালোবাসা দিবসের নাটক, ভালো লাগবে দেখে।


৭) দূরত্ব বজায় রাখুনঃ মোশারফ করিম ও তিশার এই নাটকটিও বেশ সুন্দর লেগেছে আমার।


৮) রাতে বাড়ি ভাড়া দিতে হবেঃ প্রেম করে নব বিবাহিত দম্পতির অভাবের সংসার। বাড়ি ভাড়া জোগাড় করুন বাস্তব কিছু চিত্র দেখতে পারবেন এই নাটকটিতে।


৯) শুধু তোমার জন্যঃ একটি হরর নাটক।

সাবধান ভয় লাগতে পারে দেখতে।



১০) এই মায়াঃ অপূর্ব ও তিন্নীর রোমান্টিক প্রেমের নাটক। ছুঁয়ে দেখতে ইচ্ছে করে মানুষ নাকি পরী এই গানটি আছে এই নাটকে। ভালো লাগবে দেখতে।



এই বছরের ভালবাসা দিবস উপলক্ষেও কয়েকটি নাটক রিলিজ হবে।

ইউটিউব এ আপলোড হলে এখানে লিঙ্ক আপডেট করে দেওয়া হবে।



 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৬০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.