আমাদের কথা খুঁজে নিন

   

এখন তুমি মধ্যদিনের মতোন কেমন উর্বর, // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

চাতকের মতোন চেয়েছিলে আমার দৃষ্টি, কী মধুর সুধা ছিলো তাতে
চোখে চোখ রাখতেই পুলকগুলো ঝরে যেতো অনন্তের পথে
আজ সেই তুমি তাকালে মনে করো আগুন জ্বলছে যেন শরীরে
নিজকে লজ্জায় কেমন মুড়িয়ে রাখো।

শাড়ীর আঁচল আটোসাটো করো, বুকের কাপড় গুছিয়ে দাও, গোলখোঁপাটি ঢাকো
শাড়ীর গোলপাতায়, চোখের পাতায় ঢাকো অক্ষিগোলক
নাকের নোলক খুলে পড়ো এখন ফুল, পা টিপে টিপে সাঁকো
পাড় হও, আজ আর শোনো না রূপকথাকাহিনীর শোলক।



এখন তুমি মধ্যদিনের মতোন কেমন উর্বর, ঝরঝরে আলোর ঢল
অথচ এই পেলব পরিপুষ্ট গোল গোল্লার তোমাকে আজ পাওয়া ভার
খুব ইচ্ছে করে আজ খুঁজতে প্রেমের তল
অথচ আজ তুমি যেন কার !

প্রজাপতি দিন, আর ফড়িং মন, আর নরম বোদের বিকেল এত সহজে ভুলে গেলে
আজ অনুপুঙ্খ তাকালে, তুমি সন্দেহ করো, না জানি, কিছু হয়ে যায় এই শীত বিকেলে।
০৬.০২.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।