আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণের আহবান

সুনামগঞ্জে বর্ণাঢ্য হাছন রাজা লোক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ ঘটাতে হবে। শান্তি ও সম্প্রীতির জন্য সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে গণমানুষের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। হাছন রাজা একাডেমিকে ঘিরে মরমী ও বাউল গানের তীর্থস্থান সুনামগঞ্জে সাংস্কৃতিক ঐতিহ্যের বলয় গড়ে তুলতে হবে। তাই দ্রুত হাছন রাজা একাডেমির কাজ সম্পন্ন করার জন্য তারা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। গতকাল সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী হাছন রাজা লোক উৎসব।

গতকাল সন্ধ্যায় তিন দিনের এ উৎসব শুরু হয়। উৎসবে শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষের ঢল নামে। আগামীকাল উৎসব শেষ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। বেসরকারি মোবাইলফোন কোম্পানি বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় হাছন রাজা পরিষদ এ উৎসবের আয়োজন করে।

উৎসবে দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সাংবাদিক ও শিল্পীসহ বিভিন্ন অঙ্গনের লোকজন উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুলের সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় উৎসবে স্বাগত বক্তব্য রাখেন হাছন রাজা পরিষদের সাধারণ সম্পাদক সামারিন দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বিশিষ্ট সমাজসেবক গোলাম রব্বানী চৌধুরী প্রমুখ। সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সুনামগঞ্জের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। জল-জোছনার এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্যের জাগরণ ঘটাতে হবে।

সাংস্কৃতিক ঐতিহ্যের পথেই রচিত হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.