আমাদের কথা খুঁজে নিন

   

তিন নাটকে ছয় তারকা

ভালোবাসা দিবসের বিশেষ ক্যাম্পেইন 'ক্লোজআপ কাছে আসার গল্প'। বেশ আলোচিত আয়োজন এটি। আসছে ভালোবাসা দিবস থেকে আয়োজন যুক্ত হয়েছে বাংলাভিশনে। এবার নির্মিত হচ্ছে তিনটি নাটক। এতে অভিনয় করছেন ছয় তারকা।

জুটি হবে তিনটি। জুটিগুলো হচ্ছে- তাহসান-অগি্নলা, জন-অপর্ণা, এলিটা-আবীর। ভালোবাসা দিবসে নাটক তিনটি প্রচার হবে বাংলাভিশনে, রাত ৮টা ৪৫ মিনিটে 'ক্লোজআপ কাছে আসার গল্প' ক্যাম্পেইনের অংশ হিসেবে। নির্দেশনা দেবেন মাসুদ হাসান উজ্জ্বল, আশফাক নিপুণ, শাফায়াত মনসুর রানা।

'ক্লোজআপ কাছে আসার গল্প' একটা উন্মুক্ত প্রতিযোগিতা ছিল।

আগ্রহী সবাইকে লিখে পাঠাতে হবে কাছে আসার গল্প। সারা দেশ থেকে হাজারো গল্প এসে হাজির। বাছাই করা হলো সেরা দশটি রচনা থেকে সেরা তিনটি লেখা। ভালোবাসা দিবসে নাটকগুলো প্রচারিত হবে বাংলাভিশনে। ' জানালেন 'ক্লোজআপ কাছে আসার গল্প'র মিডিয়া পার্টনার বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ।

তিনি আরও বলেন, 'ক্লোজআপ টিম বাংলাভিশনকে পার্টনার হিসেবে নির্বাচন করায় আমরা আনন্দিত। আশাকরি নাটকগুলো ভালো লাগবে। ভালোবাসা দিবসে রাত ৮টা ৪৫ মিনিটে নাটকগুলো প্রচারিত হবে। পরবর্তী শুক্রবার বিকালে আবার পুনঃপ্রচারিত হবে, বাংলাভিশনে। '

ক্লোজআপ টিম মনে করে-দুটি মানুষ যত কাছাকাছি আসবে তত তারা পরস্পরকে জানতে পারবে।

আর এই জানতে পারাটাই একসময় তাদের ভেতর ভালোলাগার জন্ম দেয়। কাছে আসার মাঝে লুকিয়ে থাকে অগণিত টানাপড়েন, হাসি-কান্নার ইতিকথা। যা জন্ম দেয় এক একটি অসাধারণ গল্পের। একটি ইয়ুথ ব্র্যান্ড হিসেবে ক্লোজআপ বিশ্বাস করে, এই গল্পগুলো নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী হয়ে ভালো লাগার মানুষকে কাছে নিয়ে আসতে উদ্বুুদ্ধ করবে। এই ভাবনা থেকেই 'ক্লোজআপ কাছে আসার গল্প-২' প্রতিযোগিতার সুত্রপাত।

গতবার প্রজেক্টটি বেশ আলোচিত হয়েছিল।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।