আমাদের কথা খুঁজে নিন

   

''সেরা নাচিয়ে'' নামক আহাম্মকের অনুষ্টান

আমি তোমাদের গান গাই

প্লীজ যদি কাহারো মন খারাপ থাকে,তবে অনুরোধ রইল চ্যানেল আই ( Channel i ) এর ''সেরা নাচিয়ে'' নামক আহাম্মকের অনুষ্টান দেখার । বিচারক হিসেবেও দেখলাম শাওন, ফেরদৌস কে ।
গান তাল আর নাচের অঙভঙ্গী দেখে মনে হইল আমাদের দামাল ছেলে মেয়ে গুলো কি পাগল হয়ে গেছে।
আমার কথা মত প্লীজ একবার দেখে বলবেন কি করতে চাচ্ছে এই অনুষ্টানের নির্মাতা । কি উপহার দিতে চাচ্ছেন ইনি ।

সঙ্কৃতির নামে এগুলো কিকরে স্থান পায় ? বুঝতে পারছিনা । আসলে সব হল কপি পেষ্ট , ইন্ডিয়ানরা সে বিষয়ে আমাদের চাইতে অনেক এগিয়ে। আর তারা খুব ভাল ভাবে শিখে, এবং পরে ক্যামেরার সামনে আসে ।
আর আমাদের দেশের নির্মাতারা কি করছেন । নিতান্তই টাকা ইনকামের লোভে এ ধরনের রুচিহীন অনুষ্টান উপহার দিচ্ছেন ।


মাথায় নিশ্চিত গোবর উনাদের , নইলে ভারতের সাথে পাল্লা দিতে গিয়ে যে অনুষ্টান উনারা বানাচ্ছেন তা হাস্যকর ছারা আর কিছুই নয় । আমার কথা গুলো তখনই বুঝতে পারবেন যখন নিজের চোখে এমন একটা ফালতু অনুষ্টান দেখবেন ।

একটু উদাহরন দিচ্ছি ...... ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই আমি ।
নীড় হারা এই পথটাকে ভালবেসেছি ।
হায়রে মা জননি আমার ।


এ রকম আরও গান টিক মনে হচ্ছেনা । আচ্ছা এই সাদা সিদে গান গুলোর সাথে কি ডি,জে ( DJ ) নামক ড্যান্স করা যায় ?? এই গান গুলোকে নিয়া কি মাইকেল জেক্সন এর নাচ দেয়া সম্ভব ???
অবশ্যই সম্ভব যদি তা হয় আমাদের দেশের নির্বোধ আর তার চিড়া নির্মাতাদের অনুষ্টান ।

তবে অনুষ্টান পরিচালকবৃন্দের একটা পরামর্শ দিতে চাই । আপনারা উক্ত অনুষ্টানের নামটা পরিবর্তন করে '' মিরাক্কেল আই '' রাখতে পারেন । আর আমার বিশ্বাস ফাটাফাটি হিট করবে আপনাদের অনুষ্টান ।



বিঃদ্রঃ _______________ প্রতি শুক্রবার রাত ৮ - ১৫ মিনিটে শুরু হয় । ( CHANNEL I )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।