আমাদের কথা খুঁজে নিন

   

এক ইনিংসে অনেক অর্জন সাঙ্গাকারার

শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যানের আরো অর্জন আছে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৫ রান সাঙ্গাকারার ৩৫তম টেস্ট শতক। সুবাদে দুই কিংবদন্তি ভারতের সুনীল গাভাস্কার ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। গাভাস্কার ও লারার শতক ৩৪টি করে।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতক করা ব্যাটসম্যানের তালিকায় পঞ্চম স্থানে থাকা সাঙ্গাকারার সামনে আছেন শুধু ভারতের শচীন টেন্ডুলকার (৫১), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৪৫), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৪১) ও ভারতের রাহুল দ্রাবিড় (৩৬)।



১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ ও ১২৩ রানের দুটি চমৎকার ইনিংস এসেছিল গুচের ব্যাট থেকে। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের ঐ অসাধারণ অর্জন স্পর্শ করার পথে চট্টগ্রামে প্রথম ইনিংসে ৩১৯ ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন সাঙ্গাকারা।

অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন তিনি। ব্যক্তিগত ৩৬ রানে সাকিব আল হাসানের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েও বেঁচে যান নাসির হোসেনের ব্যর্থতায়।

এরপর আর ভুল করেননি।

চা-বিরতির পর সোহাগ গাজীকে ছক্কা মেরে পৌঁছে যান শতকে।

তবে তার পরের বলটি সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান টেস্টে সবচেয়ে কম ইনিংস খেলে (২০৮) ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করা সাঙ্গাকারা।

শুক্রবার তার ১৪৪ বলের দারুণ ইনিংসটা সাজানো ছিল ১১টি চার ও দুটি ছক্কায়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।