আমাদের কথা খুঁজে নিন

   

ভাত আর ভালোবাসায় লাগে দ্বন্দ্ব : শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তুমি বলো : ভালোবাসি,
আমি বলি : কাছে আসি ?
তুমি বলো : না না দূরে থাকো __
আমি বলি : কেনো তবে সুরভী মাখো ?

তুমি বলো : প্রেম
আমি বলি : মেম
তুমি বলো : ঘর বাধিঁ
আমি বলি : দেখো উচ্ছল নদী !

তুমি বলো : ছলনা
আমি বলি : 'ভালোবাসি' বলো না __
তুমি বলো : ভাত চাই
আমি বলি : ভালোবাসা চাই।

ভাত আর ভালোবাসায় লাগে দ্বন্দ্ব :
পাড়ার মানুষ বলে : আমরা মন্দ।


০৬.০২.২০১৪
[ভাত আর ভালোবাসায় লাগে দ্বন্দ্ব :
শাফিক আফতাব //]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।