আমাদের কথা খুঁজে নিন

   

অ্যালকোহল বিশেষজ্ঞ রা একটু হেপ্লান ।

তোমার মাপে হয় নি সবাইতুমিও হও নি সবার মাপে,তুমি মর কারো ঠেলায়কেউ বা মরে তোমার চাপে— আমার রুমমেট প্রায়ই রুম এ বসে ই ড্রিঙ্ক করেন। স্পেশালি ছুটির দিনে সাপ্তাহিক বাজার করে। যেমন : হসকি,ভোদকা,বিয়ার,আরও নাম না জানা দামি ব্রান্ড এর মদ । তারপর রুম এ বসে ফেবু তে লগিন করে চ্যাটিং উইথ ননস্টপ ড্রিঙ্ক। আমি যেহেতু তার পাশের বেড এ থাকি তাই মাঝে মাঝে আমকে নানারকম ইংরেজী কথা শুনতে হয় এবং ড্রিঙ্ক এর অনেক উপকারিতা বণ্ না করেন।

আমার প্রশ্ন হচ্ছে...আমি মদ খাই না। যেহেতু আমি ড্রিঙ্ক ভাই এর রুমমেট। তাই আমার জন্য তিনি বিয়ার নিয়ে আসেন। ব্রান্ড হলো,কিং ফিশার,হেনিকেন,রেড হস্। আমি সেখানে দেখেছি...ওগুলোতে অ্যালকোলের প রিমান ৮% আবার ৭%।

। তাই আপনাদের কাছে বিয়ার খাওয়ার উপকারিতা কি ও অপকারিতা কি জানতে চাচ্ছি। যদি কেও হেপ্লান ভাল হত। কারন কালকে মদ দিবস। তাই আরেক টু ভাল হয়ার পথে আছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.