আমাদের কথা খুঁজে নিন

   

৬০ শতাংশ মহার্ঘ চায় সরকারি কর্মচারীরা


শনিবার সকালে ঢাকার তোপখানা রোডে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব নোমুনুজ্জামান আল আজাদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামগ্রিক জীবন-যাত্রার ব্যয় বৃদ্ধি করেছে। তবে সে তুলনায় বেতন বাড়েনি। বাজার দরের সঙ্গে সংগতি রেখে আসন্ন বাজেটে ৬০ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হবে।
লিিত বক্তব্যে বলা হয়, অর্থমন্ত্রী পরবর্তী সরকারের সময় বাস্তবায়নযোগ্য নতুন বেতন কমিশনের কথা বললেও তা মেনে নেয়া যায় না, এ বাজেটেই দাবি বাস্তবায়ন করতে হবে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০ শতাংশ মহার্ঘ ভাতা পেয়েছিল সরকারি কর্মচারীরা।
অন্যান্য দাবির মধ্যে অন্যতম, সবক্ষেত্রে সিলেকশন গ্রেড প্রদান, আউট সোর্সিং জনবল নিয়োগ প্রথা বাতিল, কর্মচারীদের ঝুঁকিভাতা প্রদান, আইএলও কনভেনশন অনুযায়ী কর্মচারীদের সংগঠন করার অধিকার প্রদান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।