আমাদের কথা খুঁজে নিন

   

এক মাসের বর্ণ-প্রীতি বাদ দিয়ে বার মাসের প্রীত জাগাই।

যা করি স্বপ্নেরও অতীত, বাস্তবতার স্পর্শবিহীন।


ফেব্রুয়ারি আসলেই দেখি দিকে দিকে বাংলা ভাষাপ্রেমীদের ছড়াছড়ি ! সারা বছর ইংলিশবাজী, হিন্দীবাজী করে ফেব্রুয়ারি মাসেই সবার বাংলা-প্রীতি বেড়ে যায় শত সহস্রগুণ।

সবার জামা-কাপড় থেকে শুরু করে ফেসবুকের প্রোফাইল ফটো সহ সবকিছুতে পরিবর্তনের ছোঁয়া দেখা দেয়। ফেবুর প্রোফাইল ফটোতে নিজের নামের আদ্যক্ষরের ছড়াছড়ি।

কিন্তু সবকিছুর শেষে মাসটাই তো ভিনদেশী হিসেবে গণনা করি, সেই দিকে কি কারও খেয়াল থাকে।

ভাই দেশরে, দেশের সংকৃতিকে , আমার বাংলা ও বাংলার সব কিছু সারা বছরই যেন ভালবাসি ও ধারণ করি। এক মাসের মতন বাকি ১১ মাসও যেন ভাষাকে শ্রদ্ধা করি।

ইংরেজি না হয় আমাদের প্রয়োজন হয়, হিন্দীর কি দরকার? হিন্দীর জ্বালায় টিভি দেখা ছেড়ে দিছি। ভাই এই মাসে বাংলা দেখি।

পরিশিষ্ট: কিছুই লিখি নাই, মশার কামড় খেতে খেতে কি-বোর্ডের কি গুতাইলাম, আর অনেকদিন কিছু পোস্ট দেই না, তাই পোস্ট মারলাম।

তবে মুচির কাজ আসছে, অতি শীঘ্রই।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।