আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাককালামের দ্বি-শতকে নিউ জিল্যান্ডের আধিপত্য

ম্যাককালামের ২২৪ রানের সুবাদে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫০৩ রান। জবাবে চার উইকেটে ১৩০ রান নিয়ে দিন শেষ করেছে অতিথি দল। রোহিত শর্মা ৬৭ ও অজিঙ্কা রাহানে ২৩ রানে অপরাজিত।

ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। ইনিংসের প্রথম ওভারেই শিখর ধাওয়ান (০) ও চেতেশ্বর পূজারাকে (১) ফিরিয়ে দেন পেসার ট্রেন্ট বোল্ট।



ষষ্ঠ ওভারে দারুণ ছন্দে থাকা বিরাট কোহলিও (৪) আউট হয়ে গেলে ভারতের স্কোর দাঁড়ায় ১০/৩। পেসার টিম সাউদির লাফিয়ে ওঠা বল গ্লাভসে লেগে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো পিটার ফুলটনের হাতে জমা পড়ে।

যদিও কোহলির দাবি, বল গ্লাভসে নয়, তার হেলমেটে লেগেছে। তবে টিভি রিপ্লেতে দেখা গেছে, বল হেলমেটে লাগার পর গ্লাভস স্পর্শ করেছিল।

চা-বিরতির পর আবার ভারতের জন্য আঘাত।

দলীয় ৫১ রানে চতুর্থ উইকেট হারায় তারা। নিল ওয়াগনারের বলে বোল্ড হয়ে যান উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় (২৬)।

এরপর আর কোনো উইকেট পড়েনি। রাহানেকে সঙ্গে নিয়ে ফলো-অন এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে দুজনের অবদান ৭৯ রান।



এর আগে ৪ উইকেটে ৩২৯ রান নিয়ে ব্যাট করতে নেমে ম্যাককালামের নৈপুণ্যে পাঁচ শ’ পেরিয়ে যায় স্বাগতিকরা। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া ম্যাককালামের ৩০৭ বলের অধিনায়কোচিত ইনিংসে ২৯টি চার ও পাঁচটি ছক্কা।

টেস্টে এটা তার দ্বিতীয় দ্বি-শতক। প্রথমটিও ছিল ভারতের বিপক্ষে, ২০১০ সালের নভেম্বরে হায়দ্রাবাদে ২২৫।

ম্যাককালামকে যোগ্য সঙ্গ দিয়ে ৭৭ রান করেছেন কোরি অ্যান্ডারসন।

পঞ্চম উইকেট জুটিতে দুজনের অবদান ১৩৩ রান।

১৩৪ রানে ছয় উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফল বোলার ইশান্ত শর্মা। টেস্টে এই দীর্ঘদেহী পেসারের এটা চতুর্থ বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার।


সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড প্রথম ইনিংস: ৫০৩ (ফুলটন ১৩, রাদারফোর্ড ৬, উইলিয়ামসন ১১৩, টেইলর ৩, ম্যাককালাম ২২৪, অ্যান্ডারসন ৭৭, ওয়াটলিং ১, সাউদি ২৮, সোধি ২৩, ওয়াগনার ০, বোল্ট ১*; ইশান্ত শর্মা ৬/১৩৪, জহির খান ২/১৩২, সামি ১/৯৫, জাদেজা ১/১২০)

ভারত প্রথম ইনিংস: ১৩০/৪ (ধাওয়ান ০, বিজয় ২৬, পুজারা ১, কোহলি ৪, রোহিত শর্মা ৬৭*, রাহানে ২৩*; বোল্ট ২/২০, সাউদি ১/২৭, ওয়াগনার ১/৪৬)।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।