আমাদের কথা খুঁজে নিন

   

ড্র-ই হলো চট্টগ্রাম টেস্টে

মুমিনুল হকের সেঞ্চুরিতে অবশেষে ড্র হয়েছে চট্টগ্রাম টেস্ট। ফলে ১-০ ব্যবধানেই টেস্ট সিরিজ জিতে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

আজ শনিবার চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের চা বিরতিতে যাওয়ার আগে মুমিনুল হকের চমৎকার অর্ধশতকে তিন উইকেটে ২০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। মুমিনুল ৭১ রানে এবং সাকিব আল হাসান ১৩ রানে অপরাজিত ছিলেন।

দিনের শুরুতে ম্যাচ বাঁচানোর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লড়াইয়ের আভাস দেয় টাইগার দুই ওপেনার।

দিনের প্রথম ঘণ্টা কোনও ভুল না করেই কাটিয়ে দেন তারা। তবে ৩০তম ওভারে এসে ধৈর্য হারান তামিম। কিথুরুয়ান ভিথানাগের বলে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন তিনি। থামেন ৩১ রান করে।

এরপর হাফসেঞ্চুরির আশা জাগিয়েও পাঁচ রানের আক্ষেপ নিয়ে ফেরেন শামসুর।

দিলরুয়ান পেরেরার বলে ৪৫ রান করে বোল্ড হন এই ওপেনার। ওয়ান ডাউনে নামা আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস ২৫ রানে পেরেরার বলে সাজঘরে ফেরেন।

এর আগে টেস্টের চতুর্থ দিনের (শুক্রবারের) ৮ ওভারে বিনা উইকেটে সংগ্রহ করা ১২ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। যখন তামিম ৭ আর শামসুর ৪ রানে ব্যাটিং করছিলেন।

বাংলাদেশ চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হলে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ১৬১ রানের লিড পায়।

এরপর সফরকারী দলটি দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ৩০৫ রান করে ইনিংস ঘোষণা করে। ফলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৬৬ রান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।