আমাদের কথা খুঁজে নিন

   

জাবি'র খুরশিদা ম্যাডামের কথা সত্য।




আগের দিন স্বরসতী পূজার অনুষ্ঠানে হিজাবধারীদের অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্পৃতি হলে পরের দিন এই হিজাবধারীরা অবশ্যই ক্ষ্যাত।

হিজাব নারীদের মর্যাদা-সম্মানের প্রতীক। আর সব নারী-পুরুষ সহ সমস্ত সৃষ্টি জগতের চেয়েও তাদের সবার সৃষ্টিকর্তা আল্লাহ্‌ রাব্বুল আ'লামীনের ইজ্জত-সম্মান সবার উর্ধে।
আল্লাহ্‌ তায়ালা বলছেন "নিশ্চয়ই শিরক আল্লাহ্‌ তায়ালার উপর সবচেয়ে বড় জুলুম"। অনেক হিজাবধারী বোনকে ও শশ্রুধারী ভাইকে "স্বরসতী পূজা" নামক এই শিরকের অনুষ্ঠানে যেতে, যেয়ে সনাতনী বন্ধুদের শিরকে পালনে উৎসাহ দিতে, সহযোগীতা করতে, তাদের শিরক দেখে আনন্দিত হতে। আপনি সরাসরি শিরক করছেন না কিন্তু তাদের অনুষ্ঠানে যোগ দিয়ে আপনি তাদের শিরকে উৎসাহ দিচ্ছেন, সহযোগীতা করছেন, আনন্দ পাচ্ছেন অর্থাৎ আপনি আল্লাহ্‌ তায়ালার উপর সবচেয়ে বড় জুলুমে তাদের সহযোগী হচ্ছেন।
আপনি তাদের শিরককে আল্লাহ্‌ তায়ালার ভাষায় শিরক না বলে তাদের ভাষায় "সাম্প্রদায়িক সম্পৃতি" বলতে পারলে আল্লাহ্‌ তায়ালা কি পারেন না তাদের ভাষায় তাদের মাধ্যমে আপনাকে ক্ষ্যাত বলাতে পারেন না ?
হিজাব পড়ে, শশ্রু রেখে, মুসলিম বলে পরিচয় দিয়েও যদি আপনি আল্লাহ্‌ তায়ালার ভাষায় শিরককে শিরক না বলে সাম্প্রদায়িক সম্পৃতি বলেন তাহলে অবশ্যই আপনি ক্ষ্যাত। আপনার হিজাব, শশ্রু, মুসলিম পরিচয় সবই অসাড়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.