আমাদের কথা খুঁজে নিন

   

'হাছন রাজা গানের মাধ্যমে স্রষ্টার সন্ধান করেছেন'

নানা আয়োজনের মধ্য দিয়ে হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জে শেষ হলো হাছন লোক উৎসব। উৎসবে প্রতিদিন মধ্যরাত পর্যন্ত চলে গান। জাতীয় ও স্থানীয় শিল্পীরা গানে গানে মাতিয়ে রাখেন লোক উৎসবে আগত হাজারো ভক্ত ও সুধীজনকে।

গতকাল সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। এ সময় তিনি বলেন, হাছন রাজা সারা জীবন প্রতিটি গানের মাধ্যমে স্রষ্টাকে সন্ধান করেছেন, তার এ সৃষ্টি ও দর্শনকে দেশ-বিদেশে নতুন প্রজন্মেরমাঝে সঠিকভাবে ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, সুনামগঞ্জের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। জল-জোছনার এই শহরে সাংস্কৃতিক ঐতিহ্যের জাগরণ ঘটাতে হবে। সাংস্কৃতিক ঐতিহ্যের পথেই রচিত হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ। হাছন রাজা পরিবারের সদস্য শমসের রাজা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশীদ, সুনামগঞ্জ পৌর মেয়র আইয়ুব বখত জগলুল প্রমুখ। এর আগে বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

পরে সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুলের সভাপতিত্বে উৎসবে স্বাগত বক্তব্য রাখেন হাছন রাজা পরিষদের সাধারণ সম্পাদক সামারিন দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, হাছন রাজার প্রপৌত্রী সাদিয়া চৌধুরী পরাগ, হাছন রাজা পরিষদের সাধারণ সম্পাদক সামারিন দেওয়ান।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.