আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে গল্প শোনাব, আজীবন

কখনও, হয়তোবা, হঠাত, কিছুকাল, যদিও, খানিকটা, তারপর, অথচ, কিন্তু, তথাপি, তবুও "তন্দ্রাহীন" ...।।

একটা লালরঙা ভোরে
ঘুমন্ত জোনাকীর পাখায়
নতুন স্বপ্নজাল বুনে
সূর্যের আলো খুঁজে পায় আপন ঠিকানা

তুমি সেই ঘুমন্ত জোনাকী।

একটা আলসে দুপুরে
মেঘ-ছায়ার অরন্যে
সারাদিনের ব্যাস্ততা পাশ কাটিয়ে
দু’ফোঁটা বিশ্রাম পায় বেকার যুবক

তুমি সেই মেঘ-ছায়ার অরন্য।

একটা মন খারাপের সন্ধ্যায়
একবিন্দু উদাসীনতায়
জল দিয়ে লেখা কবিতায়
নিজের সমস্ত ইতিহাস হয় বাক্যবন্দী

তুমি সেই একবিন্দু উদাসীনতা।

একটা বিমূর্ত মধ্যরাতে
রাতজাগা ঝিঁঝিঁপোকা
অজানা শঙ্কা ছাপিয়ে হাসিমুখে জেগে থাকে
তোমাকে গল্প শোনাতে, তোমার শিয়রে আজীবন

আমি রাতজাগা সেই ঝিঁঝিঁপোকা
তোমাকে গল্প শোনাব, আজীবন।


(প্রিয় কারও জন্মদিনে, তার জন্য লেখা। উৎসর্গ তাকেই।)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.