আমাদের কথা খুঁজে নিন

   

১৫ বছর বয়সী টাঙ্গাইলের সেই ধর্ষিতা স্কুলছাত্রীর আপডেট খবর !! পুরুষ দেখলেই চিৎকার করছে সে| পুরুষ? তোমার লজ্জা নাই?

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। ভারতের নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার মেডিকেল ছাত্রীর মৃত্যুর পর এবার টাঙ্গাইলে এক স্কুলছাত্রী (১৫) গণধর্ষণের শিকার হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুঝছে।

তাকে নিয়ে ঘন্টা খানিক আগেও একটি পোস্ট দিয়েছি!! এখন আরো জানুন!! প্রতিবাদে উত্তাল হোন!! চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুলছাত্রী কোনো পুরুষ দেখলেই ভয়ে আতকে ওঠে এবং চিৎকার করছে। এমনকি চিকিৎসকদের দেখলেও একই আচরণ করছে সে। তার আচরণে ওই ওয়ার্ডের অন্য রোগীরাও হাসপাতালে চিকিৎসা নিতে ভয় পাচ্ছে। অপরদিকে ওই স্কুলছাত্রীর বাবা মেয়ের এ ঘটনা জানতে পেরে স্ত্রী ও মেয়ের বাড়িতে প্রবেশ নিষেধ করে দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি কেন জানতে চাইলে ওই স্কুলছাত্রীর ভাই বাংলানিউজকে জানান, গত কয়েকদিন ধরে তাকে (স্কুলছাত্রী) নিয়ে হাসপাতালে ব্যস্ত থাকার কারণে মামলা করার সুযোগ হয়নি।

যার কারণে দেরি হয়েছে। তবে সোমবার সকালে মধুপুর থানায় মামলা করার জন্য যাবেন বলে জানান তিনি। এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সমন্নয়কারী অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ বাংলানিউজকে জানান, আমাদের একটি তদন্ত টিম হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, মেয়েটির বড় ভাইকে মামলা করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। এ ব্যাপারে মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি জানান, ধর্ষণের ব্যাপারে কোনো অভিযোগ আমার কাছে আসেনি।

যদি আসে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, চলতি মাসের ১০ ডিসেম্বর সোমবার সদর উপজেলার রসুলপুর এলাকায় রেল লাইনের ওপর থেকে এক স্কুলছাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই স্কুলছাত্রী সেখানে চিকিৎসাধীন। ___________________________________________________ ঘৃনা ও নিন্দা জানাই পুরুষের বেশে ঐসব পশু, কাপুরুষদের!! বিচার চাই ওদের, কঠিন বিচার!! দামিনিকে নিয়ে নয়, একে নিয়ে লেখার আছে, আন্দোলন করার আছে।

দামিনীর বিচারের ব্যবস্থা ভারতীয়রা করেছে, আমাদেরটাও আমাদেরই করতে হবে!!! "নাহ! কারো সময় হয়নি টাঙ্গাইলের ধর্ষিতা মেয়েটির বিষয়ে নিউজ করার। তাতে কি হয়েছে? আমরা থেমে থাকবনা। । " (বিষয়টি নিয়ে প্রতিবাদের আপডেট) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।