আমাদের কথা খুঁজে নিন

   

সাইটের ভিসিটর বাড়িয়ে নিন আর হয়ে যান পরমানেন্ট হিরো।

সবাইকে সালাম জানিয়ে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে শুরু করছি আজকের টিউন। একটি ও
য়েবসাইটের প্রান হলো ভিজিটর, আর ভিজিটর আনতে আমরা কতো রকম কৌশলই না অবলম্বন করি। কেহ বা ব্লাক কৌশল আবার কেহ ফরমাল কৌশল। কাজের কথা হলো সকলেই চায় ভিসিটর। প্রথমেই বলবো আপনার সাইটের অনপেজ এসইও, এলেক্সা ক্লেইম ও উইজেট ব্যাবহার সহ যাবতীয় কাজ সম্পন্ন করে তার পর আসুন আমার ট্রিক্স এ।

আর একদম জেনুইন ভাবে নিন অসংখ ভিসিটর, আর হয়ে যান পরমানেন্ট হিরো। যেহেতু আমাদের সাইট গুলো বেশির ভাগ বাংলায় তৈরী, তাই আমার ট্রিক্স থেকে ভালো রেজাল্ট পেতে সাইটের যে কোন একটা ক্যাটাগরী ইংলিশে করুন। আর যদি ইংলিশে না করতে চান তাতেও সমস্য নেই, সমাধান আছে। এখন আসি আসল কথায়।
প্রথমে ইংলিশের জন্য:
গুগুল থেকে অল্প কম্পিটিশন কিন্তু সার্চ বেশি এমন জনপ্রিয় পেইড সফ্টওয়ারের ফ্রি ভার্সন খুজে তার ডাউনলোড এবং ইউজ করার নিয়ম সহ আপনার সাইটে পোস্ট লিখুন।

পোস্টে স্ক্রিন শর্ট ব্যবহার করুন ও এই স্ক্রিন শর্ট গুলো সংরক্ষন করুন। এখন আপনার গুগল একাউন্ট ওপেন করে ইউটিউবে যান। এবার সকলের ব্যবহার উপযোগি রেসুলেশনে ছবিগুলো আপলোড করুন। এটা ভিডিওতে রুপান্রর হয়েগেলে আপনার উল্লেখিত বিষয়ে নাম যুক্ত এবং ‍নিচে আপনার সাইটের সেই পোস্টে লিংক যুক্ত করুন এবং সংশ্লিষ্ট বিষয়ে সম্ভাব্য সব ধরনের কিওয়ার্ড ব্যবহার করুন। এর পর এটা পাবলিকলি পোস্ট করুন।

আপনার কাজ শেষ, এখন এটা গুগুগল প্লাস সহ সোসাল মিডিয়ায় শেয়ার করুন। আর দেখুন মজা।
এবার শুধু বাংলা সাইটের জন্য:
উপরের একই নিয়ম উনুসরন করুন। যেহেতু আপনার সাইট বাংলা তাই পোস্ট বাংলায়ই করবেন, শুধু স্ক্রিন শর্টগুলোর উপরে এটাকে বুঝানোর জন্য এক দুই লাইন করে ইংলিশ লিখুন ও ইংলিশ লেখাটাকে বোল্ড করুন। এবং পোস্টের শেষে শুধু ডাইনলোড লিংক না দিয়ে ডাউনলোড বাটন যুক্ত করুন যাতে ভিন্ন ভাষি ভিসিটররা বুঝতে পারে যে এখান থেকে ডাউনলোড করতে হবে।

 এবং একই ভাবে সোসালে শেয়ার করুন, ব্যাস আপনার কাজ ও শেষ।
অনেকে ভিসিটর পাওয়ার জন্য এলেক্সা বুস্টাপ সহ আরো অনেক ব্লাক পন্থা অবলম্বন করে। এতে আপনার সাইটের রিয়েল ভিসিটর হয়না তেমনি এগুলো ব্যবহার বন্ধ করলে আপনি তিনদিনে হিরো থেকে জিরো হয়ে যাবেন এত কোন ভুল নেই। কিন্তু একটু কস্ট করে আমার এই পন্থা অবলম্বন করেই দেখুন, এবং বেশি না ১/২ সপ্তাহে এমন একটি করে পোস্ট করুন। এরপর আপনি তিনমাসে যে হিরো হবেন সেটা ১/২/৩ বতসর বা তার বেশি সময় ধরে স্থায়ী হবে।

আর যদি তিন মাস ধয্য না কুলায় তা হলে কস্ট করে প্রতিদিন একটা বা দুইটা পোস্ট এভাবে করুন।
আর হ্যা আমি কোন ওয়েবমাস্টার বা এযাতিয় কিছুই না। আমি আমার প্রয়জনীয় স্ফটওয়ার খুজতে গিয়ে এধরনের সিস্টেম চোখে পড়ায় আমি এই পন্থা অবলম্বন করি। এবং এর সুফল পাই। তাই সকলের সাথে শেয়ার করলাম।

ভুল ক্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানিয়ে সকলের শুভ কামনায় শেষ করছি। ধন্যবাদ..
বি:দ্র: গুরুত্ব সহকারে লক্ষ রাখবেন, যে সফ্টওয়ার আপনি দিলেন, সেটা ১০০% ওকে আছে কিনা এটা অবশ্যই চেক করে এর সহজ থেকে সহজ ভর্সন দেওয়ার চেষ্টা করবেন। আর এসকল সফ্টওয়ার পাওয়াতো গুগুল, টেকনলজী ব্লগ বা টিটি থেকেও পেতে পারেন। তবে সাবথান কপি পেষ্ট কইরেননা কিন্তু।


সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.